ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়াকে সম্প্রতি দিল্লির রাস্তায় একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়। রাত সাড়ে আটটা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক বাইকে করে তাঁর গাড়ি ধাওয়া করে। বেশ ভয় পেয়েই গিয়েছিলেন সাচি। ঘটনাটি ঘটেছে দিল্লির কীর্তি নগরে। এর পরে বিবেক নামে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সেই যুবক ১২ ক্লাসের ছাত্র।
দিল্লির কখনও-ই খুব সুরক্ষিত নয়, বিশেষ করে মেয়েদের জন্য, এর হাজারো প্রমাণ এবং উদাহরণ রয়েছে। তবে তারকা ক্রিকেটারের স্ত্রীকেও যে এ ভাবে হেনস্থার শিকার হতে হবে, সেটা কল্পনার বাইরে। সাচি গাড়ি করেই কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বাইকে করে দুষ্কৃতী দু'জন তাঁকে ধাওয়া করতে শুরু করে। শুধু তাই নয়, তাঁর গাড়িতে আঘাতও করে। সাচি পরে ভয়ঙ্কর ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।
আরও পড়ুন: RR-কে হারিয়ে লিগ টেবলে শীর্ষ স্থান মজবুত করল GT, সঞ্জুরা থাকল চারেই, বাকিদের হাল কী?
সাচি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দাবি করেছেন, তিনি দিল্লি পুলিশকে বিষয়টি রিপোর্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষও কোনও সাহায্য করেনি। যখন তিনি অভিযোগ নথিভুক্ত করার চেষ্টা করেন, তখন তাঁকে বলা হয়েছিল যে, এই বিষয়টিকে গুরুত্ব না দিতে। কারণ তিনি ইতিমধ্যে ‘নিরাপদ ভাবে বাড়িতে পৌঁছে গিয়েছেন’।
পুলিশ আরও পরামর্শ দিয়েছিল যে, পরবর্তীতে যেন এ রকম ঘটনা ঘটলে সাচি মারওয়া দুষ্কৃতিদের গাড়ির নম্বর নোট করে রাখেন। এর পরেই ক্ষুব্ধ হয়ে সাচি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রাগ এবং ব্যঙ্গ মিশিয়ে লেখেন, ‘দিল্লিতে রোজকার মতোই একটি দিন ছিল। কাজ থেকে বাড়ি ফিরছিলাম। ওই লোকগুলো এলোমেলো ভাবে আমার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে! কোনো কারণ ছাড়াই। আমার গাড়ির পিছনে ধাওয়া করে। এবং আমি অভিযোগ করলে পুলিশ আমাকে ফোনে বলে, এখন আপনি নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। তাই ঘটনাটি বাদ দিন। পরের বার গাড়ির নম্বর নোট করে নেবেন। আরে ক্যাপ্টেন, পরের বার, আমি ওদের ফোন নম্বরও নেব!’
আরও পড়ুন: উইকেটকিপিংয়ে আলাদা মান যোগ করে, ও-ই সেরা- হার্দিক গদগদ হলেও জাতীয় দলে ব্রাত্য ঋদ্ধি
সাক্ষীর এই স্টোরির স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দুষ্কৃতিদের মুখ স্পষ্ট বোঝা গিয়েছে, সেখানে দিল্লি পুলিশ প্রথমেই কেন কোনও ব্যবস্থা নিতে চায়নি, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। নেটিজেনরা দিল্লি পুলিশের উপর ক্ষোভ উগরে সেই যুবকদের দ্রুত গ্রেফেতারের দাবি জানিয়েছেন। তবে দিল্লির নিরাপত্তা বরবারই প্রশ্নের মুখে। বারবার মেয়েদের নানা ভাবে হেনস্থা করা হলেও, সেই ভাবে দিল্লির পুলিশকে উদ্যোগ নিতে দেখা যায় না। সাচির ঘটনায় ফের নতুন করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা বেআব্রু হয়ে পড়ল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।