শুভব্রত মুখার্জি: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। হাতে রয়েছে মাত্র আর কটা দিন। তারপরেই ভারতের বিভিন্ন প্রান্তে ২২ গজ কাঁপাতে দেখা যাবে দেশি বিদেশি তারকাদের। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে প্রায় সবকটি ফ্রাঞ্চাইজি। কলকাতাতে ইডেনে একদিকে চন্দ্রকান্ত পন্ডিতের তত্ত্বাবধানে যখন নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তখন বাংলার ছেলে তথা ভারতীয় সিনিয়র টেস্ট দলের একদা নিয়মিত সদস্য কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা নেমে পড়লেন গুজরাট টাইটানসের হয়ে অনুশীলনে। সমর্থকদের আদরের 'পাপালি' অনুশীলন শেষে তাঁর ভক্তদের জন্য দিয়েছেন এক বিশেষ বার্তা।
প্রসঙ্গত গতবারেই প্রথমবার আইপিএলে খেলতে নামে গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট দলের গত মরশুম ছিল অভিষেক মরশুম। আর অভিষেক মরশুমেই বাজিমাত করেছে গুজরাট। আইপিএলের শিরোপা জিতে নেয় ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঋদ্ধিমান সাহা। ওপেনারের ভূমিকায় ব্যাট করতে নেমে দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি জিতিয়েছেন। ফলে ঠিক তার পরের মরশুমে অর্থাৎ চলতি মরশুমে ঋদ্ধিদের প্রতি প্রত্যাশাও থাকবে অনেকটাই বেশি। প্রত্যাশার চাপ যে সামলাতে হবে তা বিলক্ষণ জানেন ‘পাপালি’। তাই তো কঠোর পরিশ্রম করছেন তিনি। অনুশীলনে কোন খামতি ছাড়ছেন না ‘পাপালি’। খুঁটিনাটি সমস্ত বিষয়গুলোকে অনুশীলনে নজর দিচ্ছেন তিনি।
আরও পড়ুন… IPL 2023-এর অনুশীলনে চোট পেলেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার! তালিকায় রয়েছেন আরও একজন
অনুশীলনের পরবর্তীতে ঋদ্ধির বক্তব্য সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছে গুজরাত টাইটানস। ভিডিয়োতে ঋদ্ধিমান জানিয়েছেন, ‘প্রথম দিন অনুশীলন করলাম আমরা । কিছুক্ষণ কিপিংয়ের অনুশীলনও করেছি। এরপরে ব্যাটিং অনুশীলনও সেরেছি। পাশাপাশি কিছুটা দৌড়েওছি। বেশ ভালো লেগেছে আমার। অনেকের সঙ্গে (পুরনো বন্ধুদের) দেখা হল। প্রতিদিন উন্নতি করতে হবে আমাদের। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে এই উন্নতি সাধন করতে হবে। আশা করছি এবারও ভালো ফল হবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: ব্রিট লির হাতে গিটার, গান গাইছেন হরভজন সিং! সুরের আড্ডায় তারকাদের যুগলবন্দি
ভারতীয় দলের পরিকল্পনার বাইরে চলে গিয়েছেন দীর্ঘদিন হল। সিএবি কর্তাদের সঙ্গে মনোমালিন্যের কারণে ছাড়তে হয়েছে বাংলাও। এখন রঞ্জি ট্রফি সহ সমস্ত ঘরোয়া ট্রফিতে খেলেন পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার হয়ে। ঋদ্ধিমানের পাশাপাশি গুজরাতের হয়ে খেলেন বাংলার পেসার মহম্মদ শামিও। যদিও স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে খেলার কারণে শামি এখনও গুজরাটের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে সিরিজ শেষ হলেই আশা করা হচ্ছে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।