ক্রিকেটের মহাতারকা সন্দেহ নেই। তবে রশিদ খানের মধ্যে মহাতারকাসুলভ অহংবোধ নেই মোটেও। বরং আফগান তারকাকে বরাবরই মাটির কাছাকাছি দেখায়।
আপৎকালীন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে উঠতি ক্রিকেটারদের গাইড করা, সবেতেই অগ্রণী ভূমিকা পালন করেন আফগান স্পিনার। স্বাভাবিকভাবেই ক্রিকেটবিশ্ব জুড়ে তাঁর জনপ্রিয়তা নিতান্ত কম নয়। আইপিএল খেলার সুবাদে ভারতে প্রচুর অনুরাগী রয়েছেন রশিদের। কেন তিনি সমর্থদের কাছে অত্যন্ত প্রিয়, সেটা বোঝা গেল আরও একবার।
তারকা ক্রিকেটারদের অনেককেই প্রায়শই দেখা যায় অনুরাগীদের ভিড়ে মিশে যেতে। রশিদও ব্যতিক্রমী নন। তাঁকে এবার এমন একটি কাজ করতে দেখা যায়, নিরাপত্তার কারণেই যা সচরাচর এড়িয়ে চলেন সুপারস্টাররা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় রশিদকে হাফ প্যান্ট পরে আমদাবাদের রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যায়। গুজরাট টাইটানসের সতীর্থদের সঙ্গে নয়, বরং গলি ক্রিকেটে রশিদের সতীর্থ ও প্রতিপক্ষ ছিলেন ভারতীয় অনুরাগীরা।
অর্থাৎ, ছেলে-ছোকরাদের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলে কিছুটা সময় কাটান তারকা স্পিনার। যদিও এক্ষেত্রে রশিদকে বোলিং করতে দেখা যায়নি। বরং ব্যাটিংয়ের মজা নিতে দেখা যায় তাঁকে।
রশিদ খান চলতি আইপিএলের কয়েকটি ম্যাচে রান খরচ করলেও উইকেট তুলছেন ক্রমাগত। ৯ ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যেই তিনি ১৫টি উইকেট সংগ্রহ করেছেন। ওভার প্রতি রান খরচ করেছেন ৮.৫৫। সেরা বোলিং পারফর্ম্যান্স ৩১ রানে ৩ উইকেট। রশিদ চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
রশিদের মতোই এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-তে ১৫টি করে উইকেট নিয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ ও মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা। রশিদের থেকে বেশি উইকেট সংগ্রহ করেছেন কেবল পঞ্জাব কিংসের আর্শদীপ সিং (১৬টি), চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে (১৭) ও গুজরাট টাইটানসের মহম্মদ শামি। ৪৬টি লিগ ম্যাচের শেষে আপাতত চলতি আইপিএলের বেগুনি টুপি রয়েছে গুজরাট টাইটানসে রশিদের সতীর্থ মহম্মদ শামির মাথায়।
রশিদের দল গুজরাট টাইটানস ৯ ম্যাচে ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। তারা এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে পরাজিত হয়েছে। গুজরাট একটি করে ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।