টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, এমন ধারণা তৈরি হয়েছে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। বিশেষ করে আইপিএলের মতো টুর্নামেন্টে ছক্কা হাঁকানোই মনোরঞ্জনের সেরা উপায় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রচলিত সেই ধারণাকে ভুল প্রমাণিত করল গুজরাট টাইটানস। তারা দেখিয়ে দিল, ছক্কার পিছনে না দৌড়েও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া যায়।
আসলে আইপিএল ২০২২-এর দশ দলের মধ্যে সব থেকে কম ছক্কা মেরেছে গুজরাট টাইটানস। ফাইনালে হেরে যাওয়া রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মেরেছেন।
ব্যক্তিগতভাবে আইপিএল ২০২২-তে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতেছেন রাজস্থান রয়্যালসেরই জোস বাটলার। গুজরাট ছাড়া টুর্নামেন্টে ১০০-র কম ছক্কা মেরেছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল ২০২২-তে মোট ১০৬২টি ছক্কা দেখা গিয়েছে। এই প্রথম আইপিএলের এক মরশুমে ১০০০-এর বেশি ছক্কা দেখা গেল। দেখে নেওয়া যাক, কোন দল কতগুলি করে ছক্কা মেরেছে এবং কোন দলের হয়ে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কোন ক্রিকেটার।
আরও পড়ুন:- IPL 2022 Final: ফ্লাডলাইট নিভিয়ে আইপিএল ফাইনালে মায়াবী আলোর খেলা, ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।