বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR-এর বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ে অনন্য নজির কুলদীপের, ছুঁলেন সচিন-রোহিতকে!
পরবর্তী খবর
চলতি আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চূড়ান্ত সফল কুলদীপ যাদব। নিজের ফর্ম ধরে রেখেই গতকালকের ম্যাচে কলকাতার কোমর ভাঙতে কুলদীপের লাগে মাত্র তিন ওভার। অধিনায়ক ঋষভ পন্থের ‘ভুল গণনা’র কারণে হয়ত চার ওভার বল করা হয়নি কুলদীপের। তবে তিন ওভারের তাঁর সেই পার্ফর্ম্যান্সেই ম্যাচ সেরার পুরস্কার পেয়ে গেলেন কুলদীপ। এই নিয়ে মরশুমে চতুর্থবার ম্যাচসেরার পুরস্কার হাতে এসেছে কুলদীপের। আর সেই সঙ্গে সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাদের ছুঁয়ে ফেললেন এই বাঁহাতি স্পিনার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।