অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে মাত্র ৬.২৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। অনেকেই মনে করেছিলেন মেগা নিলামে তিনি বড় দর পেতে পারেন। তবে যা আশা করা হয়েছিল তা হল না। দিল্লি ক্যাপিটলস তাঁকে খুব কম দামেই কিনেছে। এখন পৃথ্বী শ'র সাথে দিল্লির হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে ওয়ার্নারকে। তিনি শিখর ধাওয়ানের জায়গায় দলে আসলেন। ওয়ার্নার অতীতেও দিল্লির হয়ে খেলেছেন।
সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জন্য গত মরশুমটি ছিল হতাশাজনক। মাত্র আট ম্যাচে খেলার সুযোগ পান তিনি। করেন মাত্র ১৯৫ রান। ওয়ার্নার গত আইপিএলে বাজে ফর্মের থাকলেও এখন ছন্দে ফিরেছেন। ২০১৬ সালে তাঁর অধিনায়কত্বে হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল। মেগা নিলামে ওয়ার্নারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের মাঝপথে তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। তার পর তাঁকে প্রথম একাদশ থেকেও বাদ দেওয়া হয়। তখনই ওয়ার্নার ঠিক করে ফেলেছিলেন, হায়দরাবাদে তিনি আর থাকবেন না। তাঁকে এই বছর ধরেও রাখারও চেষ্টা করেনি নিজামের শহরের টিম। হায়দরাবাদের থেকে উপেক্ষিত হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে সব অপমানের জবাব দেন ওয়ার্নার। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন ওয়ার্নার। যে কারণে আশা করা হয়েছিল, তাঁর দর আরও বাড়বে। কিন্তু দিল্লি মাত্র ৬.২৫ কোটিতে কিনে নেয় তারকা অজি প্লেয়ারকে।
এত কমে ওয়ার্নারকে দিল্লি কেনার পর ওয়াসিম জাফর মজা করে টুইট করেছেন। লিখেছেন, ‘দিল্লির লোকেরা দর কষাকষির জন্য পরিচিত, কিন্তু ডেভিড ওয়ার্নারকে মাত্র ৬.২৫ কোটি টাকায় পেয়ে যাওয়াটা অনেকটা সরোজিনী নগর মার্কেটের স্তরের দর কষাকষির মতো।’
তবে পুরনো দল দিল্লিতে ফের ফিরতে পেরে খুশি ডেভিড ওয়ার্নার। নিজেই একটি ভিডিয়ো মেসেজ টুইট করেছেন। সেখানে স্পষ্টতই উচ্ছ্বসিত লেগেছে ওয়ার্নারকে।
ওয়ার্নার ২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন। দিল্লির হয়েই আইপিএলে অভিষেক হয় তাঁর। ২০১৩ পর্যন্ত এখানেই ছিলেন। ২০১৪-তে সানরাইজার্স হায়দরাবাদে যান তিনি। ২০২১ পর্যন্ত হায়দরাবাদের হয়েই খেলেছেন। ৯ বছর বাদে ফের দিল্লিতে ফিরলেন ওয়ার্নার।
১৫০টি আইপিএল ম্যাচে ৪১.৫৯ গড়ে ৫৪৪৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৩৯.৯৬। আইপিএলে তাঁর সর্বোচ্চ রান ১২৬ রান। চারটি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বিদেশি প্লেয়ার তিনিই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।