দিল্লি ক্যাপিটালস তাদের নিয়মিত অধিনায়ক ঋষভ পন্তকে ছাড়াই আইপিএল ২০২৩-এ নামতে প্রস্তুত। দলে অনেক চমৎকার বিদেশি ফাস্ট বোলার রয়েছে। তবে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে চলেছেন খলিল আহমেদ। ২৫ বছর বয়সি খলিল, দিল্লি ক্যাপিটলস দলের প্রধান ভারতীয় ফাস্ট বোলারের ভূমিকা পালন করবেন। খলিল, যিনি ২০১৮ সালে তাঁর আইপিএল অভিষেক করেছিলেন, একই বছরে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। যদিও তিনি ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। তবে তিনি গত বছর আইপিএলে দারুণ পারফর্ম করেছিলেন।
আরও পড়ুন… জাতীয় দলে ব্রাত্য, গিয়েছে IPL ক্যাপ্টেন্সি, নয়া দলে গিয়েও অতীতকে হাতড়াচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল
খলিল আহমেদের পক্ষে ক্রিকেটার হওয়া সহজ ছিল না। জয়পুর জেলার টঙ্কের বাসিন্দা খলিলের বাবা একজন কম্পাউন্ডার। তিনি চেয়েছিলেন ছেলে ডাক্তার হবে। কিন্তু খলিলের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। ক্রিকেট খেলার জন্য খলিলকে তাঁর বাবার থেকে অনেক বকাঝকা হজম করতে হয়েছে। এমনকি খলিলের বাবা তাঁকে অনেক সময় বেল্ট দিয়েও মারধরও করতেন। খলিল আহমেদ সম্প্রতি আকাশ চোপড়ার সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘আমার তিন বড় বোন এবং আমার বাবা টঙ্ক জেলায় একজন কম্পাউন্ডার ছিলেন। তাই বাবা যখন তাঁর চাকরিতে যেতেন, আমাকে মুদি, দুধ বা সবজি কিনতে যাওয়ার মতো কাজ করতে হতো। তখন খেলতে যেতাম। যার মানে বাড়ির কাজ করা হত না।’
আরও পড়ুন… রোহিত কেন মারমুখী হয়ে উঠেছিল, বুঝতে পারছিলাম না, অতীতের স্মৃতি ঘাঁটলেন প্রজ্ঞান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।