কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। যথারীতি রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। প্রথম ইনিংসের ১.৪ ওভারে ললতি যাদবকে যে ছক্কাটি মারেন কনওয়ে, সেটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে ১০০০তম ছক্কা।
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও ৩টি লিগ ম্যাচ ছাড়াও ফাইনাল-সহ প্লে-অফের ৪টি ম্যাচ বাকি রয়েছে। সুতরাং, আরও ৭টি ম্যাচে বেশ কিছু ছক্কা হাঁকাবেন ব্যাটসম্যানরা। সেদিক থেকে আইপিএলের ১টি মরশুমে সব থেকে বেশি ছক্কা দেখা যেতে পারে এবছরই।
এর আগে একবার মাত্র আইপিএলের একটি মরশুমে ১০০০-এর বেশি ছক্কা দেখা গিয়েছে। ২০২২ সালে আইপিএলের ৭৪টি ম্যাচে মোট ১০৬২টি ছক্কা দেখা যায়। সেটিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। এবছর সেই রেকর্ড ভেঙে যেতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।