আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের কাছে হারের মুখ দেখতে হয় চেন্নাই সুপার কিংসকে। পরে রাজস্থান রয়্যালও হারিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনিদের। তবে সিএসকে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। নিজেদের প্রথম ৫ ম্যাচের ৩টিতে জয় তুলে নেওয়ার পরে চেন্নাই ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে। সানরাইজার্স তাদের প্রথম ৫ ম্যাচের তিনটিতে হারে এবং ২টি ম্যাচে জয় তুলে নেয়। সানরাইজার্স পরাজিত হয় রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। তারা হারিয়ে দেয় পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সকে। যদিও চেন্নাইয়ে গিয়ে চেন্নাইকে হারানো যে সহজ নয়, সেটা জানতেন এডেন মার্করামরাও। সেই মতোই এবারও চিপকে সিএসকের কাছে হারের মুখ দেখতে হয় সানরাইজার্সকে।
ম্যাচের সেরা জাদেজা
৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাদেজা সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
৭ উইকেটে জয় চেন্নাইয়ের
সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। মইন আলি ৬ বলে ৬ রান করে নট-আউট থাকেন। মারেন ১টি চার। চেন্নাইয়ে গিয়ে জয়ের স্বপ্ন এবারও অপূর্ণ থেকে যায় হায়দরাবাদের।
২ ওভারে ৩ রান দরকার চেন্নাইয়ের
১৮তম ওভারে উমরান মালিকের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। জয়ের জন্য শেষ ২ ওভারে ৩ রান দরকার সিএসকের। কনওয়ে ৭৬ রানে ব্যাট করছেন। উমরান ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।
আম্বাতি রায়াড়ু আউট
১৬.৬ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়াড়ু। ৯ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ১২২ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামে মইন আলি। মার্কান্ডে ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
৪ ওভারে ১৬ রান দরকার সিএসকের
১৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২৪ বলে ১৬ রান দরকার তাদের। ৬৫ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে।
অজিঙ্কা রাহানে আউট
১৪.৪ ওভারে মার্কান্ডের বলে মার্করামের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১০ বলে ৯ রান করেন তিনি। চেন্নাই ১১০ রানে ২ উইকেট হারায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ২ উইকেটে ১১১ রান। জয়ের জন্য ৫ ওভারে ২৪ রান দরকার তাদের। কনওয়ে ৬৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন মার্কান্ডে।
১০০ টপকাল চেন্নাই
১৪তম ওভারে মায়াঙ্ক ডাগরের বলে ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ৯ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১০৪ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৩১ রান দরকার সুপার কিংসের।
৭ ওভারে ৪০ রান দরকার চেন্নাইয়ের
১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৯৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৭ ওভারে তাদের দরকার আরও ৪০ রান। ৪৪ বলে ৫৪ রান করেছেন কনওয়ে। মেরেছেন ৮টি চার ও ১টি ছক্কা। ৪ বলে ৪ রান করেছেন অজিঙ্কা। ২ ওভারে ১০ রান খরচ করেছেন ওয়াশিংটন।
রান-আউট রুতুরাজ
১০.৬ ওভারে উমরান মালিকের বলে স্ট্রেট ড্রাইভ মারেন ডেভন কনওয়ে। বল বোলার উমরানের হাতে লেগে স্টাম্প ভেঙে দেয়। নন-স্ট্রাইকার ব্যাটসম্যান রুতুরাজ ক্রিজের বাইরে ছিলেন। ফলে তাঁকে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয়। ৩০ বলে ৩৫ রান করেন রুতুরাজ। মারেন ২টি চার। চেন্নাই ৮৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।
হাফ-সেঞ্চুরি কনওয়ের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৮৬ রান। কনওয়ে ৫০ ও রুতুরাজ ৩৪ রানে ব্যাট করছেন।
উমরানের ওভারে ৭ রান
নবম ওভারে উমরান মালিকের বলে ৭ রান সংগ্রহ করে সিএসকে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান। কনওয়ে ৪৫ ও গায়কোয়াড় ৩০ রানে ব্যাট করছেন।
মার্কান্ডের ওভারে ৪ রান
অষ্টম ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে ৪ রান সংগ্রহ করে চেন্নাই। ৮ ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ৭০ রান। রুতুরাজ ২৪ ও কনওয়ে ৪৪ রানে ব্যাট করছেন।
সুন্দরের ওভারে ৬ রান
৩সপ্তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ওভারে ৬ রান সংগ্রহ করে চেন্নাই। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৬৬ রান। কনওয়ে ৪৩ ও রুতুরাজ ২২ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল চেন্নাই
ষষ্ঠ ওভারে মারকো জানসেনের বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ২৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৬০ রান। ডেভন কনওয়ে ২৪ বলে ৪১ রান করেছেন। রুতুরাজ ব্যাট করছেন ১৮ রানে। জানসেন ৩ ওভারে ৩৭ রান খরচ করেছেন।
ভুবনেশ্বরের ওভারে ৫ রান
পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমার ৫ রান খরচ করেন। ৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। রুতুরাজ গায়কোয়াড় ১৭ ও ডেভন কনওয়ে ১৯ রানে ব্যাট করছেন। ভুবি ২ ওভারে ১১ রান খরচ করেছেন।
জানসেনের ওভারে ৪ রান
চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন মারকো জানসেনে। তাঁর ওভারে ৪ রান ওঠে। ৪ ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ৩২ রান।
মার্করামের ওভারে জোড়া বাউন্ডারি কনওয়ের
তৃতীয় ওভারে বল করতে আসেন এডেন মার্করাম। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। রুতুরাজ ১১ ও কনওয়ে ১৬ রানে ব্যাট করছেন।
জানসেনের ওভারে ১১ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মারকো জানসেন। তাঁর ওভারে ১টি চার মারেন রুতুরাজ এবং ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
রান তাড়া শুরু চেন্নাইয়ের
ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন রুতুরাজ। প্রথম ওভারে ৬ রান ওঠে।
হায়দরাবাদকে সস্তায় বাঁধল চেন্নাই
নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। সুতরাং, জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৩৫ রান। ম্যাচের শেষ বলে রান-আউট হন ওয়াশিংটন সুন্দর। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করেন। মারকো জানসেন ২২ বলে ১৭ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার মারেন। পথিরানা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৩ ওভারে ২৬ রান খরচ করেন তুষার দেশপান্ডে।
এনরিখ ক্লাসেন আউট
১৭.৩ ওভারে পথিরানার বলে রুতুরাজের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ১৬ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১টি চার। হায়দরাবাদ ১১৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। ১৮ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৬ উইকেটে ১১৯ রান। ১০ রানে ব্যাট করছেন জানসেন। ৩ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন পথিরানা। ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন থিসকানা।
১০০ টপকাল হায়দরাবাদ
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ১৬ ওভার শেষে তাদের স্কোর ৫ উইকেটে ১০৬ রান। ক্লাসেন ১২ বলে ১১ রান করেছেন। ৮ বলে ৫ রান করেছেন জানসেন। থিকসানা ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। পথিরানা ২ ওভারে ১০ রান খরচ করেছেন।
মায়াঙ্ক আগরওয়াল আউট
১৩.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে মায়াঙ্ক আগরওয়ালকে স্টাম্প আউট করেন মহেন্দ্র সিং ধোনি। ৪ বলে ২ রান করেন মায়াঙ্ক। হায়দরাবাদ ৯৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারকো জানসেন। জাদেজা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
এডেন মার্করাম আউট
১২.৫ ওভারে মাহিশ থিকসানার বলে ধোনির দস্তানায় ধরা পড়েন এডেন মার্করাম। ১২ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। হায়দরাবাদ ৯০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল।
রাহুল ত্রিপাঠী আউট
১২.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে আকাশ সিংয়ের হাতে ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। ২১ বলে ২১ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। ১২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। জাদেজা ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
অভিষেক শর্মা আউট
৯.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। ২৬ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ৭১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। ১০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৭৬ রান। ২০ রানে ব্যাট করছেন রাহুল ত্রিপাঠী।
প্রতিরোধ গড়ছেন অভিষেক-ত্রিপাঠী
অষ্টম ওভারে ৭ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলে চার মারেন অভিষেক। নবম ওভারে ৮ রান খরচ করেন মইন আলি। তৃতীয় বলে চার মারেন ত্রিপাঠী। ৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৭০ রান। অভিষেক শর্মা ৩৪ ও রাহুল ত্রিপাঠী ১৬ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল হায়দরাবাদ
সপ্তম ওভারে বল করতে আসেন মইন আলি। প্রথম বলেই ছক্কা মারেন ত্রিপাঠী। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৫৫ রান। অভিষেক ২৬ ও ত্রিপাঠী ৯ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে মাহিশ থিকসানার বলে ১০ রান তোলে সানরাইজার্স। তাঁর বলে ১টি চার মারেন অভিষেক। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৪৫ রান। অভিষেক শর্মা ২৪ রানে ব্যাট করছেন।
হ্যারি ব্রুক আউট
৪.২ ওভারে আকাশ সিংয়ের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। ১৩ বলে ১৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। হায়দরাবাদ ৩৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। ৫ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১ উইকেটে ৩৫ রান। আকাশ ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
জমাট শুরু হায়দরাবাদের
তৃতীয় ওভারে আকাশ সিংয়ের বলে ১টি ছক্কা মারেন অভিষেক শর্মা। চতু্র্থ ওভারে তুষারের বলে ২টি চার মারেন ব্রুক। ৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ব্রুক ১৮ ও অভিষেক ১৫ রানে ব্যাট করছেন।
ভাগ্য সঙ্গ দিল ব্রুকের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। শুরুতেই ওয়াইড বল করেন তিনি। প্রথম বলেই হ্যারি ব্রুককে রান-আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন মইন আলি। হাল ছেড়ে দিয়েছেলেন ব্রুক। বল স্টাম্পে লাগলে আউট হয়ে মাঠ ছাড়তে হতো ব্রুককে। যদিও মইনের থ্রোয়ে বল লাগেনি স্টাম্পে। ওভারের শেষ বলে চার মারেন অভিষেক। ২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
ম্যাচ শুরু
অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন হ্যারি ব্রুক। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ব্রুক। শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
চেন্নাই- আম্বাতি রায়াড়ু, ডোয়েন প্রিটোরিয়াস, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।হায়দরাবাদ- আব্দুল সামাদ, সনভীর সিং, ফিলিপস, মায়াঙ্ক ডাগর ও টি নটরাজন।
হায়দরাবাদের প্রথম একাদশ
হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে ও উমরান মালিক।
চেন্নাইয়ের প্রথম একাদশ
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা ও আকাশ সিং।
টস জিতলেন ধোনি
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করতে ডাকেন হায়দরাবাদকে। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে সিএসকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।