সরাসরি পুরস্কার বিতরণী মঞ্চে এসে সঞ্চালক হর্ষ ভোগলের কাছে ধোনির অভিযোগ, কেন সেরা ক্যাচের স্বীকৃতি জুটল না তাঁর? চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরে স্বভাবসুলভ রসিকতায় অনুরাগীদের আনন্দ উপহার দিলেন চেন্নাই দলনায়ক। যদিও তার আগে মাঠের লড়াইয়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতিয়েছেন মাহি।
শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ হয়নি। তবে উইকেটকিপিংয়ের গ্লাভস হাতে অসাধারণ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন ধোনি। প্রথমে মাহিশ থিকসানার বলে এডেন মার্করামের দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। পরে জাদেজার বলে মায়াঙ্ক আগরওয়ালকে স্টাম্প-আউট করেন ধোনি। প্রথম ইনিংসের একেবারে শেষ বলে সরাসরি থ্রোয়ে ওয়াশিংটন সুন্দরকে রান-আউট করেন তিনি।
বিশেষ করে সঠিক পজিশনে না থেকেও মার্করামের ব্যাটের কানা ছোঁয়া বল যেভাবে দস্তানাবন্দি করেন ধোনি, তা এককথায় অনবদ্য। মাহি নিজেই জানালেন, এমন ক্যাচ ধরা মোটেও সহজ নয়। একদা রাহুল দ্রাবিড়কে এমন অসাধারণ ক্যাচ ধরতে দেখেছিলেন বলে জানান চেন্নাই দলনায়ক।
আরও পড়ুন:- IPL 2023 Playoffs Fixtures: আইপিএলের ফাইনাল-সহ প্লে-অফের সূচি জানিয়ে দিল BCCI, শিকে ছিঁড়ল না ইডেনের ভাগ্যে
এই ক্যাচ ধরার জন্যই তাঁর ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মজার ছলে দাবি করেন ধোনি। হর্ষকে তিনি বলে বসেন, ‘এত কঠিন ক্যাচ ধরলাম, তবু সেরা ক্যাচের পুরস্কার দিলে না।’
আসলে ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পান রুতুরাজ গায়কোয়াড়। পাওয়ার প্লে-তে আকাশ সিংয়ের বলে হ্যারি ব্রুকের যে ক্যাচটি ধরেন গায়কোয়াড়, সেটিকেই সেরার স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন:- মেদিনীপুরের চাষির ছেলের অবদান ভোলেননি, বিয়ের পরে দয়ানন্দকে অভিনন্দন জানাতে হাজির রোহিত-সূর্য