শুভমন গিলকে রিটেন করতে না পারায় হতাশ হয়েছেন ব্রেন্ডন ম্যাকাকালাম। তাও কেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ‘ঘরের ছেলে’ শুভমন গিলকে রিটেন করা হয়নি, তা কার্যত বলেই দিলেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
শনিবার কেকেআরের ফেসবুক পেজে 'আইপিএল অকশন নাইট লাইভ'-এ ম্যাককালাম মেগা নিলামের বিষয়ে কথা বলেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করার প্রসঙ্গে ম্যাককালাম বলেন, 'ওই খেলোয়াড়দের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল, অধিকাংশেরই একাধিক দক্ষতা আছে। যা আমাদের প্রথম একাদশে ভারসাম্য এনে দেয়। ওরা নিঃসন্দেহে ভালো খেলোয়াড়। এক দশকের বেশি ধরে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল আছে। বরুণ চক্রবর্তী একেবারে সবাইকে চমকে দিয়ে উঠে এসেছে। আইপিএলের শেষ দুটি মরশুমে দেখেছি যে ও কী করতে পারে। ভেঙ্কটেশ আইয়ার তো গত বছরের আইপিএলের দ্বিতীয় দফার সম্ভবত সেরা কাহিনি ছিল।'
নাইট কোচের মন্তব্য থেকেই স্পষ্ট যে কেন শুভমনকে রাখা হয়নি। কেকেআর যে চারজনকে রিটেন করেছেন, তাঁদের মধ্যে তিনজনই অল-রাউন্ডার। একমাত্র বরুণ একটা ভূমিকায় ভালো। একেবারেই ব্যাট হাতে কাঁচা তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, শুভমনও শুধুমাত্র ব্যাটিং করেন। সেজন্যই যে তাঁকে রাখা হয়নি, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন ম্যাককালাম। যদিও সেই ফেসবুক লাইভেই ম্যাককালাম জানান, গিলকে ছেড়ে দিতে হওয়ায় হতাশ তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে শুভমনকে দলে নিয়েছিল কেকেআর। প্রথম মরশুমে ১৩ টি ম্যাচ খেলেছিলেন। গড় ছিল ৩৩.৮৩। ২০১৮ সালেও ভালো ছন্দে ছিলেন। তাঁকে রিটেন করেছিল কেকেআর। ভবিষ্যতের তারকা হিসেবে তাঁকে দেখা হয়েছিল। কেকেআরের নেতৃত্ব প্রদানকারী গোষ্ঠীরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গতবারের আইপিএলেও নাইটদের ওপেন করেন। সার্বিকভাবে তেমন ফর্মে ছিলেন না। তাও ১৭ ম্যাচে ৪৭৮ রান করে দলের কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাই অনেকেই ভেবেছিলেন, গিলকে রাখা হবে। এমনকী নাইটদের অধিনায়কত্বের ব্যাটনও তাঁর হাতে উঠতে পারে। কিন্তু সেটা হয়নি। বরং নিলামের আগে আমদাবাদ ফ্র্যাঞ্জাইজি নিয়েছে শুভমনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।