ইনিংসের শুরুতেই বাসিল থাম্পির বলে শুভমন গিলেন সহজ ক্যাচ ছাড়েন রশিদ খান। পরে বল হাতে নিয়ে গিলের উইকেট তুলে নেন রাশিদ। এক্ষেত্রে আফগান তারকার বলে শুভমনের দুরন্ত ক্যাচ ধরেন প্রিয়ম গর্গ।
ইনিংসের দ্বিতীয় ওভারে থাম্পির তৃতীয় বল ফ্লিক করে হাওয়ায় ভাসিয়ে দেন গিল। হাঁটু গেড়ে বসে রশিদ খান সহজ ক্যাচ হাতছাড়া করেন। গিলের ব্যক্তিগত সংগ্রহ তখন মাত্র ১ রান।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
পরে ইনিংসের দ্বাদশ ওভারে রশিদ খানের চতুর্থ বলে লং-অফে শুভমন গিলেন অনবদ্য ক্যাচ ধরেন প্রিমিয়র গর্গ। শুভমনের ব্যক্তিগত রান তখন ৩৬।
সুতরাং, রশিদের হাত থেকে সহজ জীবনদান পেয়ে গিল ৩৫ রান বাড়তি যোগ করেন। ত্রিপাঠীর সঙ্গে ওপেনিং জুটিতে দলকে শক্ত ভিতে বসিয়ে দেন তরুণ কেকেআর ওপেনার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।