আগে ব্যাট করে চলতি আইপিএলে ম্যাচ জিতেছেন। তাই আবু ধাবিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। তবে তাঁর সিদ্ধান্তের যথাযথ মর্যাদা দিতে পারেনি কেকেআরের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা।
শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে নাইট রাইডার্স। একসময় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বসায় কলকাতা একশোর গণ্ডিও টপকাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয় সমর্থকদের মনে। সেখান থেকে মর্গ্যানের সঙ্গে জুটি বেঁধে প্যাট কামিন্স দলকে চূড়ান্ত লজ্জার হাত থেকে উদ্ধার করেন।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
অজি পেসারের দাপুটে হাফ-সেঞ্চুরির সুবাদেই কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।