দুবাইয়ে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২০-র মরণ-বাঁচন ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট রাইডার্সকে।
রাজস্থান রয়্যালস গত ম্যাচের অপরিবর্তিত প্রথম একাদশেই মাঠে নামার সিদ্ধান্ত নেয়। তবে কলকাতা তাদের প্লেয়িং ইলেভেনে একজোড়া পরিবর্তন করে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
কেকেআরকে নির্ভরতা দিতে আন্দ্রে রাসেল দলে ফেরেন। তাঁকে জায়গা ছেড়ে দেন লকি ফার্গুসন। ডু অর ডাই ম্যাচে কিউয়ি পেসারকে রিজার্ভ বেঞ্চে রাখার কঠিন সিদ্ধান্ত নিতেই হয় কলকাতাকে। বোলিংয়ে বিকল্প বাড়িয়ে নিতে রিঙ্কু সিংকে বসিয়ে কেকেআর দলে ফেরায় তরুণ পেসার শিবম মাভিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।