আট ওভার হওয়ার আগেই তিন উইকেট পড়ে গিয়েছে। দুরন্ত বল করছেন দিল্লি ক্যাপিটালসের দুই সেরা পেসার। সেখানে কিনা ইয়ন মর্গ্যানের আগে নামছেন সুনীল নারিন? তাও যিনি কিনা শর্ট বলের বিরুদ্ধে রীতিমতো অস্বস্তিতে পড়েন। আর সেই অস্ত্রেই তাঁকে আউট করে বিপক্ষ দল।
KKR vs DC ম্যাচের আপডেটস দেখুন এখানে
কলকাতা নাইট রাইডার্সের সেই সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই ভ্রূ কুঁচকেছিলেন। কিন্তু মিনিট ২০-র মধ্যেই ব বোঝা গেল, সেই সিদ্ধান্ত কতটা সফল হয়েছে। ম্যাচের যত সময় গড়িয়েছে, তত সাফল্যের বহর আরও বোঝা গিয়েছে। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তই কেকেআরের ইনিংসে বড়সড় ফারাক গড়ে দেয়। একটা সময় যে দল আট ওভারে তিন উইকেটে ৪৪ রানে ধুঁকছিল, তারাই পরের ১২ ওভারে ১৫০ রান যোগ করে। তার মধ্যে সুনীল নারিনের অবদান ৩২ বলে ৬৪ রান। তিনিই প্রথম দিল্লির বোলারদের উপর চাপটা দেন। তাতেই বিভ্রান্ত হয়ে পড়েন রবিচন্দ্রন অশ্বিনরা। সেই সুযোগে নিজের ছন্দে ফেরেন নীতিশ রানা। দু'জনে মিলে চতুর্থ উইকেটে মাত্র ৫৬ বলে ১১৫ রান যোগ করেন। তাতেই ম্যাচের দখল নেয় কেকেআর। শেষপর্যন্ত বোলারদের দাপটে ৫৯ রানেই দিল্লিকে কুপোকাত করেন নাইটরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।