আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে তাদের অস্ত্রেই ঘায়েল করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক যেমনটা আইপিএল ২০২০-তে দিল্লির বিরুদ্ধে গত তিনটি ম্যাচে করে এসেছেন রোহিতরা। এবার খেতাবি লড়াইয়েও সেই মতোই গেম প্ল্যান সাজিয়েছে মুম্বই।
আইপিএল নিলামের আগে ট্রেড উইন্ডো দিয়ে দিল্লির ট্রেন্ট বোল্টকে দলে নেয় মুম্বই। বোল্টই চলতি টুর্নামেন্টে নতুন বলের সেরা পেসার হয়ে দেখা দেন। চলতি আইপিএলের ১৪টি ম্যাচে মাঠে নেমে ১৯.৪০ গড়ে ২২টি উইকেট নিয়েছেন বোল্ট। তিনি আইপিএল ২০২০-র সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। কোয়ালিফায়ারে কুঁচকিতে চোট পেলেও মুম্বই শিবির বোল্টকে ফাইনালে মাঠে নামানোর বিষয়ে আশাবাদী।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
ফাইনালের আগে ক্যাপ্টেন রোহিত শর্মা স্পষ্ট জানালেন যে, তাঁরা ভাগ্যবান বোল্টকে দিল্লির কাছ থেকে দলে পেয়েছেন। হিটম্যানের কথায়, ‘নতুন বলে বোল্টই যে সেরা বোলার, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ভাগ্যবান ট্রেড উইন্ডো দিয়ে ওকে দলে পেয়েছি। ও আমাদের হতাশ করেনি।’
এহেন বোল্ট গত তিন ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। ফাইনালেও তার পুনরাবৃত্তি চাইছে মুম্বই। আইপিএল ২০২০-তে দিল্লির বিরুদ্ধে বোল্টের পারফর্ম্যান্স দেখে নেওয়া যাক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।