বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > DC vs CSK: কাজে লাগল না ধোনির জাদেজা চাল, ধাওয়ানের অসাধারণ শতরানে চেন্নাই বধ দিল্লির
পরবর্তী খবর

DC vs CSK: কাজে লাগল না ধোনির জাদেজা চাল, ধাওয়ানের অসাধারণ শতরানে চেন্নাই বধ দিল্লির

লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি।

সেঞ্চুরির উচ্ছ্বাস (ছবি সৌজন্য আইপিএল)

যতটা স্লো ভাবা হয়েছিল, ততটা স্লো ছিল না। উলটে সামান্য শিশির পড়ার ফলে কাজটা আরও কঠিন হয়ে উঠেছিল। সেই কাজটা আরও কঠিন করতে যেন বদ্ধপরিকর ছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। একবার নয়, দু'বার নয়, তিনবার শিখর ধাওয়ানের ক্যাচ ফেললেন তাঁরা। আর সেই ‘উপহার’ দু'হাত দিয়ে গ্রহণ করলেন ধাওয়ান। সঙ্গে আইপিএলে প্রথম শতরান হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালসকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে গেলেন। শেষের দিকে তাঁকে যোগ্যসংগত দিলেন অক্ষর প্যাটেল।যিনি শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে তিন ছক্কা মেরে নিলেন ‘বদলা’। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)

DC vs CSK আপডেট:

  • ন'ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি। নেট রানরেট +০.৯২১। এক ম্যাচ খেলে মুম্বইয়ের পয়েন্ট ১২।
  • শেষ ওভারে জাদেজা বল করলেন কেন? ব্যাখ্যা দিলেন ধোনি - পড়ুন এখানে
  • পন্টিংকে ‘ফোটোবোম’ পন্থের, দেখুন খুনসুটির ভাইরাল ভিডিয়ো
  •  যতটা স্লো ভাবা হয়েছিল, ততটা স্লো ছিল না। উলটে সামান্য শিশির পড়ার ফলে কাজটা আরও কঠিন হয়ে উঠেছিল। সেই কাজটা আরও কঠিন করতে যেন বদ্ধপরিকর ছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। একবার নয়, দু'বার নয়, তিনবার শিখর ধাওয়ানের ক্যাচ ফেললেন তাঁরা। আর সেই ‘উপহার’ দু'হাত দিয়ে গ্রহণ করলেন ধাওয়ান। সঙ্গে আইপিএলে প্রথম শতরান হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালসকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে গেলেন। শেষের দিকে তাঁকে যোগ্যসংগত দিলেন অক্ষর প্যাটেল।যিনি শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে তিন ছক্কা মেরে নিলেন ‘বদলা’।
  • পাঁচ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। শতরান করে ধাওয়ান ম্যাচের নায়ক হলেও দলকে শেষ বেলায় জেতালেন অক্ষর প্যাটেল। শেষ ওভারে জাদেজাকে তিনটি ছক্কা মারলেন। পাঁচ বলে ২১ রানে অপরাজিত থাকলেন। ধাওয়ান অপরাজিত থাকলেন ১০১ রানে (৫৮ বলে)।
  • এক রান দরকার ছিল। পঞ্চম বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন অক্ষর প্যাটেল। ছক্কা মেরে শেষ করার আমন্ত্রণ জানালেন জাদেজা। একেবারে দু'হাতে সেই উপহার গ্রহণ করলেন অক্ষর। মাঠের বাইরে বল ফেললেন।
  • দিল্লি কি পঞ্জাবের পথে হাঁটবে? সময় নিচ্ছেন ধোনি।
  • চতুর্থ বলে ২ রান। ২ বলে চাই এক রান। ডিপ মিড-উইকেটে ঠেলে দু'রান নিলেন অক্ষর।
  • তৃতীয় বলে আবারও ছক্কা অক্ষরের। ৩ বলে চাই ৩ রান। কার্যত গেম, সেট, ম্যাচ দিল্লির জন্য। অফস্টাম্পের বাইরে ফুল বল। মারার আমন্ত্রণ জানান জাদেজা। তা অত্যন্ত ভদ্রতার সঙ্গে গ্রহণ করেন অক্ষর। লং-অফের উপর দিয়ে ছক্কা। ওহ! কোনটা বেশি ভালো ছক্কা!
  • দ্বিতীয় বলে বড় ছক্কা অক্ষর প্যাটেলের। ৪ বলে চাই ৯ রান। অফস্টাম্পের বাইরে বল জাদেজার। বলের কাছে কিছুটা পৌঁছে লং অন ও ডিপ মিড-উইকেটের মধ্যে দিয়ে ছক্কা মারেন। দুরন্ত শট!
  • প্রথম বলে এক রান ধাওয়ানের। ৫ বলে চাই ১৫ রান।
  • ওয়াইড দিয়ে শুরু জাদেজার। ৬ বলে চাই ১৬ রান।
  • শেষ ওভারে জয়ের জন্য দিল্লির চাই ১৭ রান। স্ট্রাইকে শিখর ধাওয়ান। ডোয়েন ব্র্যাভো বল পেলেন না। রবীন্দ্র জাদেজাকে বল দিলেন মহেন্দ্র সিং ধোনি।
  • দুর্ধর্ষ ১৯ তম ওভার করলেন স্যাম কারান। একজন দুর্দান্ত খেলোয়াড় বটে। চূড়ান্ত চাপের মুখে মাত্র চার রান দিলেন। নিলেন এক উইকেট। আবারও প্রবলভাবে ম্যাচে ফিরল চেন্নাই।
  • ১৬৭ তম ইনিংসের মাথায় আইপিএলে প্রথম ১০০ করলেন শিখর ধাওয়ান। এর আগে ৩৯ টি অর্ধশতরান করেছেন। নব্বইয়ের ঘরেও রান করেছেন। কিন্তু তিন সংখ্যার ঘরে পৌঁছাতে পারেননি।
  • ১৭ ওভারে উঠল ১১ রান। দিল্লির স্কোর চার উইকেটে ১৫০।
  • ২৬ বলে ৪৩ রান চাই দিল্লির। ম্যাচে ফিরল চেন্নাই।
  • ছক্কা মারার পরের বলেই আউট হলেন মার্কাস স্টইনিস। দিল্লির স্কোর চার উইকেটে ১৩৭ রান। ব্যাটের উপরের দিকে লেগে বল আকাশে উঠে যায়। মিড-উইকেটে ক্যাচ ধরেন রায়াডু। ১৪ বলে ২৪ রান করেন স্টইনিস। ১৫.৪ ওভারে দিল্লির স্কোর চার উইকেটে ১৩৭ রান।
  • একবার বা দু'বার নয়, তিনবার জীবনদান পেলেন শিখর ধাওয়ান। ১৫.২ ওভারে শার্দুল ঠাকুরের ফুল ও ওয়াইড বল সজোরে মেরেছিলেন। কিন্তু তা নীচে রাখতে পারেননি। সোজা আম্বাতি রায়াতুর হাতে যায়। তিনি বল ধরে রাখতে পারেননি।
  • ১০ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ৭৬। শেষ ১০ ওভারে চাই ১০৪ রান।
  • এবারের আইপিএলে আরও একটি অর্ধশতরান পূরণ করলেন শিখর ধাওয়ান। টানা তিন ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। মাত্র ২৯ বলে এল সেই রান। আপাতত শ্রেয়স আইয়ারের সঙ্গে দলকে টানছেন তিনি।
  • সপ্তম ওভারেই জীবনদান পেলেন শিখর ধাওয়ান। ৬.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লগ-সুইপ মারতে যান। ডিপ মিড-উইকেটে সোজা ক্যাচ ছিল। শুধু বলের অবস্থান নির্ধারণ করতে হত। কিন্তু ঠিকভাবে করতে পারলেন না দীপক চাহার। শেষে ঝাঁপিয়ে বল ধরতে গেলেও কোনও লাভ হয়নি। দলের
  • প্রাথমিক ধাক্কা সামলে দিল্লির ইনিংস সামলাচ্ছেন শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার। ৬ ওভারে দিল্লির স্কোর ২ উইকেটে ৪১ রান। ষষ্ঠ ওভারে উঠল ১২ রান।
  • অসাধারণ প্রথম ওভার দীপক চাহারের। উইকেট মেডেন ওভার করলেন।
  • আবারও নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন পৃথ্বী শ। দ্বিতীয় বলেই আউট হলেন তরুণ ওপেনার। পরপর কয়েকটি ম্যাচে একইভাবে উইকেট উপহার দিয়ে এলেন। ০.২ ওভারে দিল্লির স্কোর বিনা উইকেটে ০ রান। দীপক চাহারের আউট সুইঙ্গার গুড লেংথে পড়ে। পৃথ্বীর ব্যাটের উপরের লেগে চাহারের হাতে সহজ ক্যাচ।
  • ডু'প্লেসিসকে ‘জাদু কি ঝাপ্পি’ রাবাডার, দেখুন ভিডিয়ো
  • শেষ ওভারে উঠল ১৬ রান। সবমিলিয়ে শেষ পাঁচ ওভারে চেন্নাই তুলল ৬৭ রান।
  • শেষের দিকে আম্বাতি রায়াডু ও রবীন্দ্র জাদেজার সৌজন্যে দিল্লির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বতামূলক স্কোর খাড়া করল চেন্নাই। তাদের স্কোর চার উইকেটে ১৭৯ রান। জাদেজা করলেন ১৩ বলে ৩৩ রান। চারটি ছক্কা মেরেছেন তিনি। একটিও চার মারেননি। রায়াডু করেছেন ২৫ বলে ৪৫ রান। দু'জনে ২১ বলে ৫০ রানের পার্টনারশিপ করলেন।
  • আবারও ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। এনরিখ নরকিয়ার ‘ঢিমেতালে’-র বলে (প্রতি ঘণ্টায় ১৩৪ কিলোমিটার বেগে) এগিয়ে এসে বড় শট মারতে গিয়ে আউট হন। ব্যাটের কাণায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়েন। পাঁচ বলে তিন রান করেন তিনি। ১৬.৩ ওভারে চার উইকেটে ১২৯।
  • আবারও জঘন্য আম্পায়ারিং। রাবাডার নিখুঁত বলকে নো-বল দিলেন আম্পায়ার। প্রথমে অবশ্য তেমন কোনও নির্দেশ দেননি লেগ আম্পায়ার। তবে আম্বাতি রায়াডু ‘রাগ’ দেখানোর পর নো-বল দেওয়া হয়। ওভারে দুটি বাউন্সারেরর জন্য নো-বল দেওয়া হয়। রীতিমতো ক্ষুব্ধ ধারাভাষ্যকারা।
  • আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন কাগিসো রাবাডা। মাত্র ২৭ ম্যাচে সেই মাইলস্টোন ছুঁলেন তিনি। তার আগে সেই রেকর্ডের অধিকারী ছিলেন সুনীল নারিন (৩২)। তার মধ্যে এবারের আইপিএলেই ১৯ উইকেট নিয়েছেন রাবাডা।
  • নিজের ভুল সংশোধন করলেন শিখর ধাওয়ান। আগে ডু'প্লেসিসের একটি সহজ ক্যাচ ফেলেছিলেন। এবার মিড-অনে দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরলেন। রাবাডার বল ডু'প্লেসিসের ব্যাটের নীচের দিকে লেগেছিল। ১৪.৪ ওভারে চেন্নাইয়ের স্কোর তিন উইকেটে ১১০ রান। ৪৭ বলে ৫৮ রান করেন ডু'প্লেসিস।
  • আগের বলেই ফ্যাফ ডু'প্লেসিসের বিরুদ্ধে রিভিউ করেছিল দিল্লি। তা আউট হয়নি। তবে অর্ধশতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা। পরের বলেই প্যাভিলিয়নে ফিরলেন শেন ওয়াটসন। নখরিয়ার বলে বড় শট মারতে গিয়ে পুরোপুরি নিজের ভারসাম্য হারিয়ে ফেললেন। তার জেরে বোল্ড হলেন তিনি। ১১.৪ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে
  • প্রথম ৬ ওভারে উঠল এক উইকেটে। যা ১৫ ইনিংয়ে শারজায় সর্বনিম্ন স্কোর। ১৯ বলে ২৪ রানে অপরাজিত আছেন ফ্যাফ ডু'প্লেসিস। শেন ওয়াটসন করেছেন ১৪ বলে ১৪ রান।
  • ম্যাচের প্রথম ওভারেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। তুষার দেশপান্ডের তৃতীয় বলে আউট হলেন স্যাম কারান।
  • এই ম্যাচেও খেলছেন না ঋষভ পন্থ। তাঁকে আরও একটি ম্যাচ সুযোগ দিতে চায় দিল্লি। প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাডা এবং এনরিখ নরকিয়া।
  • চেন্নাইয়ের প্রথম একাদশে আবারও ফিরলেন কেদার যাদব। পীযূষ চাওলার পরিবর্তে খেলছেন তিনি। চেন্নাইয়ের প্রথম একাদশ - শেন ওয়াটসন, ফ্যাফ ডু'প্লেসিস, আম্বাতি রায়ডু, কেদার যাদব মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা।
  • বড় খবর দিল্লি ক্যাপিটালসের জন্য। চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়ার।
  • শারজায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস।

  • রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    Latest News

    'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু? পেট ভরে খেয়ে ওজন মাপলেই গন্ডগোল, ওজন মাপার সঠিক সময়ে তবে কোনটা? ভুল দিকে বাথরুমের কারণে ভুগছেন! সামুদ্রিক লবণের এই ব্যবস্থায় ঘুচবে বাস্তুদোষ রোজ যারা বিছানা পাল্টায় তারা আর যাই হোক যেন বিজেপি নিয়ে কথা না বলে: দিলীপ ভারত-পাক ইস্যুর মাঝে বিকল্প রানওয়ের ক্ষমতা যাচাই? গঙ্গা এক্সপ্রেসওয়েতে IAFর… ওড়িশায় আক্রান্ত বাংলার শ্রমিকরা, উদ্বিগ্ন ইউসুফ, হস্তক্ষেপ চেয়ে শাহকে চিঠি 'অনেকের ঘুম উড়বে!' আদানির বন্দরের অনুষ্ঠানে বিজয়ন-শশী, 'ইন্ডি'-কে কটাক্ষ মোদীর ৫০টি লিগ ম্যাচের শেষে IPL 2025-এ ১০ দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন কারা? ১৫ দিন রান্না করতে পারেননি! মেয়েকে কাছে রাখার অধিকার হারালেন বাবা শিলিগুড়ি বারের নির্বাচনে ধরাশায়ী TMC, BJP, সবকটি আসনেই জয়ী কংগ্রেস-বাম জোট

    Latest sports News in Bangla

    রবসন নয়, মোহনবাগানের প্রাইম টার্গেট জাতীয় দলের এই ডিফেন্ডার! টমের বিদায় নিশ্চিত? ইতিহাস গড়লেন ব্রুনো! Europa League Semi-তে ৩-০ জিতল ম্যান ইউ! টটেনহ্যাম ৩-১ ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া Asian Cup-এর বাছাইপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীলরা! কার বিরুদ্ধে?

    IPL 2025 News in Bangla

    স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ! পান্ডিয়ার ক্লাসে রিয়ান কুম্বলে বা দ্রাবিড় নয়! এই প্রোটিয়া ক্রিকেটারই শুরুর দিকে বদলে দেয় বিরাটের জীবন RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য ওতো বোলিংয়ের ডন ব্র্যাডম্যান… কিংবদন্তির সঙ্গে বুমরাহর তুলনা করলেন গিলক্রিস্ট আইপিএল ২০২৫: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল CSK-RR! শেষ চারের লড়াইয়ে এগিয়ে কারা? হার্দিক ও সূর্যভাই শেষের দিকে যেভাবে গিয়ার বদলেছে… হারের কারণ জানালেন রিয়ান এটাই ক্রিকেট, এখান থেকেই ও শিখবে… শূন্য করলেও বৈভবের প্রশংসায় রোহিত-শাস্ত্রী ওর প্রশংসা করবেন না… RR vs MI ম্যাচে শূন্যতে আউট হতেই বৈভবকে সতর্ক করলেন গাভাসকর

    Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
    প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ