মাঠের বাইরে দু'জনের বন্ধুত্বের কথা ক্রিকেটবিশ্বে কারও অজানা নয়। বিরাট কোহলি ও এবি ডি'ভিলিয়র্সের পারস্পরিক শ্রদ্ধাও অগাধ। আইপিএলের সৌজন্যে দীর্ঘদিন একসঙ্গে থাকার সুবাদে বিরাট কোহলির মধ্যে ডি'ভিলির্সের কতটা প্রভাব পড়েছে, তা বোঝা গেল চেন্নাই সুপার কিংস ম্যাচে।
এমনিতে বিরাট কোহলির সুনাম রয়েছে দৃষ্টিনন্দন ক্রিকেটীয় শট খেলে রান করে যাওয়ার। টেস্ট, ওয়ান ডে বা টি-২০, কোনও ফর্ম্যাটেই উদ্ভাবনী ও ঝুঁকিপূর্ণ শট খেলতে সচরাচর দেখা যায় না ভারত অধিনায়ককে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
অন্যদিকে উইকেটের চারিদিকে শট খেলতে পারেন বলেই ডি'ভিলিয়র্সের নাম হয়ে গিয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। ক্রিজে ব্যাট হাতে নিত্য নতুন শট খেলতে দেখা যায় প্রোটিয়া তারকাকে। দুবাইয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ডি'ভিলিয়র্সের মতোই হুবহু একটি স্কুপ শট খেলতে দেখা গেল বিরাটকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।