বাংলা নিউজ > ময়দান > India's Probable Playing XI: সূর্যকে কি খেলানো হবে? ইশান না সঞ্জু- কে থাকবেন দলে? কুলচা জুটির খেলার সম্ভাবনা কম
পরবর্তী খবর
India's Probable Playing XI: সূর্যকে কি খেলানো হবে? ইশান না সঞ্জু- কে থাকবেন দলে? কুলচা জুটির খেলার সম্ভাবনা কম
2 মিনিটে পড়ুন Updated: 27 Jul 2023, 09:48 AM ISTTania Roy
উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ ভারতের মিডল অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা চলবে। পুরো নতুন মিডল অর্ডার দেখা যাবে এই সিরিজে। পেসারদের মধ্যে মহম্মদ সিরাজের সঙ্গী কারা হবেন, তা নিয়েও রয়েছে বড় জল্পনা। স্পিন বিভাগে কুলচা জুটিকে সম্ভবত খেলতে দেখা যাবে না। যুজি এবং কুলদীপের মধ্যে যে কোনও একজন খেলবেন।
টিম ইন্ডিয়া।
এই সপ্তাহের শুরুতে ত্রিনিদাদে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বার্বাডোজের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চায় রোহিত শর্মা ব্রিগেড। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে সাদা বলের সিরিজের হাত ধরেই ওডিআই ক্রিকেটে নিজেদের ফোকাস করতে শুরু করবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ আবার হৃদয়বিদারক ভাবে এই বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে। কারণ অক্টোবরে শুরু হতে চলা বিশ্বকাপের জন্য ভারত নিজেদের পরিকল্পনা এই সিরিজ থেকেই তৈরি করতে চায়। জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের পাওয়া যাবে না। যেটা বড় ধাক্কা। উইন্ডিজের বিরুদ্ধে যে দলটি খেলতে চলেছে, সেই দলের বেশির ভাগটাই নতুন প্লেয়ারদের নিয়ে তৈরি করা হচ্ছে। যে কারণে নতুন চেহারার ভারতীয় লাইনআপ দেখা যাবে। বিশেষ করে মিডল অর্ডারে।
রোহিত শর্মা দলের অধিনায়কত্ব করবেন এবং শুভমন গিলের সঙ্গে তাঁর ওপেন করার সম্ভাবনা বেশি। তরুণ প্লেয়ার ইতিমধ্যেই নিজের ক্যারিয়ারে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন। এই জুটি হয়তো বিশ্বকাপেও ওপেন করতে পারেন। আর ব্যাকআপ হিসেবে থাকবেন ইশান কিষাণ।
তিন নম্বরে নামবেন বিরাট কোহলিই। তরুণ দলে কোহলির অভিজ্ঞতা মুখ্য বিষয় হবে। চার থেকে ছয় নম্বর পর্যন্ত মিডল অর্ডারই এখন চিন্তার বিষয়। যদিও হার্দিক পান্ডিয়া রয়েছেন। বিশেষ করে যদি তিনি কিছু ওভার পেস বল করার জন্য উপলব্ধ থাকেন, তা হলে সুবিধে হবে ভারতের। সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন মিডল অর্ডারে তাদের জায়গার জন্য লড়াই করবেন। তবে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ফিট হয়ে উঠলে হয়তো এই দুই তারকাকে ছিটকে যেতে হবে। কারণ বিশ্বকাপে চার এবং পাঁচে রাহুল এবং শ্রেয়সই ফেভারিট। এদিকে ইশান কিষাণও মিডল অর্ডারে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। সঞ্জু নাকি ইশান- কাকে শেষ পর্যন্ত দলে রাখবে ভারত, এটাই বড় প্রশ্ন। ছয় নম্বরে খেলতে পারেন হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।