রাশির একটা ওভারেই বদলে গেল ম্যাচের ভাগ্য। ১৮তম ওভারে ১৪ রান দিলেন রাশি। ম্যাচ সেখান থেকেই ঘুরিয়ে দিল বাংলাদেশ। তারপরের ওভারেই ম্যাচ জিতল বাংলাদেশ।
চার উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ
১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ। প্রথমে নির্ধিরত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছিল ভারত। জবাবে ১৯তম ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০২/৬
এই ওভারে ১৪ রান দিয়ে ম্যাচ বাংলাদেশের ঝুলিতে দিয়ে দিলেন রাশি।
১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৮/৬
দেবিকার এই ওভারে বদলে গেল ম্যাচের ছবি। ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট। ম্যাচের রাশ বাংলাদেশের থেকে নিজেদের হাতে তুলল হরমনরা।
আউটটটট
আউট হলেন শামিমা সুতানা। ৪৬ বলে ৪২ রান করে রান আউট হলেন শামিমা।
আউটটটটট
ম্যাচ জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪ বলে ১৮ রান। এই অবস্থায় ১৭তম ওভারের প্রথম বলেই দেবিকার বলে আউট হলেন সুলতানা খাতুন। বদলাতে শুরু করবে কি ম্যাচের ছবি?
১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৪/৪
মিন্নু মানির এই ওভারে ৯ রান নিল বাংলাদেশ। শামিমা ৪৬ বলে ৪২ রান করে খেলছেন এবং সুলতানা ৭ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন।
১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৬/৪
দীপ্তির এই ওভারে সাত রান নিল শামিমা-সুলতানা জুটি। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ৩০ বলে ২৭ রান করতে হবে।
লড়াই করছেন শামিমা
৪৩ বলে ৪০ রান করেছেন শামিমা। এখনও ক্রিজে থেকে বাংলাদেশের পক্ষ থেকে লড়াই চালাচ্ছেন তিনি।
১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৯/৪
জেমিমা ২ ওভার বলে করে ৯ রান দিয়ে ১ উইকেট তুলে নিলেন। এখনও বাংলাদেশকে ৩৬ বলে ৩৪ রান করতে হবে।
আউটটটটট
বোলিং আক্রমণে ফিরলেন জেমিমা। শোর্না আকতারকে ফেরালেন তিনি। এই ওভারে চার নিলেও একটি উইকেট হারাল বাংলাদেশ। শোর্না ৭ বলে ২ রান করেন।
১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৫/৩
এই ওভারে দেবিকা একটি উইকেট পেলেন এবং মাত্র তিন রান খরচ করলেন। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৪২ বলে ৩৮ রান।
আউটটটট
বড় সাফল্য পেল ভারত। নিগার সুলতানাকে ফেরালেন দেবিকা। ২০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন নিগার। ১২.১ ওভারে বাংলাদেশের স্কোর ৬২/৩ রান।
১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬২/২
বোলিং আক্রমণে এলেন জেমিমা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বল করেও সাফল্য পেলেন না জেমিমা।
১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৭/২
বাংলাদেশের জন্য দারুণ একটা ওভার। রাশির এই ওভারে ১১ রান নিল বাংলাদেশ। এই ওভারে শামিমা দুটো বাউন্ডারি হাঁকালেন।
বাংলাদেশের দরকার ৫৭ রান
বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৬০ বলে ৫৭ রান। এখন দেখার হরমন কী প্ল্যানে ফিরে আসে।
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৬/২
দেবিকা বৈদ্যের এই ওভারে ৬ রান নিল বাংলাদেশ। শামিম ২৩ ও নিগার ৯ রান করে ক্রিজে রয়েছেন।
৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪০/২
শামিমা ২৫ বলে ১৮ রান করে ক্রিজে রয়েছেন এবং নিগার ১৩ বলে ৮ রান করে খেলছেন।
৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৬/২
দেবিকা বৈদ্য এই ওভারে চার রান খরচ করলেন। দারুণ ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন শামিমা সুলতানা ও নিগার সুলতানা।
৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩২/২
রাশি এই ওভারে চার রান দিলেন। বাংলাদেশের স্কো ৩২/২ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ৭৮ বলে ৭১ রান।
শেষ পাওয়ার প্লে
ছয় নম্বর ওভারে ৯ রান নিল বাংলাদেশ। এই ওভারে মিন্নু মানি ওয়াইড বল করার পাশাপাশি বেশ কিছু রান দেন। পাওয়ার প্লের শেষ বাংলাদেশের স্কোর ২৮/২ রান।
৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৯/২
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওভারে মাত্র তিন রান দিলেন রাশি। এখন বাংলাদেশের ইনিংসকে সামলানোর চেষ্টা করছেন শামিমা ও নিগারা।
৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬/২
মিন্নু মানি দ্বিতীয় সাফল্য পেলেন। এই ওভারে তিনি তিন রান দিয়ে এক উইকেট শিকার করেন।
আবার আউটটটটট
দিলারা আকতারকে ফেরালেন মিন্নু মানি। এবার দিলারাকে স্টাম্পড আউট করলেন তিনি। মিন্নুর বলে যস্তিকা দারুণ স্টাম্পড করেন।
৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩/১
এই ওভারে দীপ্তি দিলেন মাত্র ১ রান। চাপ তৈরি করতে শুরু করেছে ভারত।
২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২/১
২ ওভার শেষ বাংলাদেশের স্কোর ১২/১ রান। এই ওভারে মিন্নু নিলেন একটি উইকেট।
আউট…
প্রথম সাফল্য পেলেন মিন্নু মানি। সাথী রানিকে ফেরালেন তিনি।
বল হাতে শুরু করলেন দীপ্তি
প্রথম ওভারে দীপ্তি দিলেন পাঁচ রান।
২০ ওভার শেষে ভারতের স্কোর ১০২/৯
দীপ্তি শর্মা ৬ বলে চার রান করে আউট হলেন। দেবিকা বৈদ্য ১ রান করেছিলেন।
ফের আউট, এবার দীপ্তি
২০তম ওভারের শেষ বলে আউট হলেন দীপ্তি শর্মা।
আউট মিন্নু
রাবেয়া খানের বলে ১ রান করে বোল্ড হলেন মিন্নু মানি।
১০০ টপকাল ভারত
২০ তম ওভারে এসে ১০০টপকাল ভারত। ক্রিজে রয়েছেন মিন্নু ও দীপ্তি।
১৯ ওভার শেষে ভারতের স্কোর ৯৮/৭
১৯তম ওভারে ২ উইকেট হারাল ভারত। এখন উইকেটে রয়েছেন দীপ্তি শর্মা ও মিন্নু মানি।
সপ্তম উইকেটের পতন
৯৭ রানের মধ্যেই সাত উইকেট হারাল ভারত। শেষ আমানজোৎ রান আউট হলেন।
আউট পূজা
মাত্র দু রান করে সাজঘরে ফিরলেন পূজা। নাহিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/৫
রাবেয়া খান আবারও একটা দারুণ ওভার উপহার দিলেন। মাত্র তিন রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট।
ক্রিজে এলেন পূজা বস্ত্রকার
যস্তিকা আউট হতে মাঠে নামলেন পূজা বস্ত্রকার। বেশ চাপে রেখেছে বাংলাদেশ।
আউট যস্তিকা
রাবেয়া খানের বলে LBW হলেন যস্তিকা। ৯৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারাল ভারত।
১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯৩/৪
হরমনপ্রীত কৌর আউট হতেই মাঠে নেমেছেন আমানজোৎ কৌর। তবে ফাহিমা খাতুন দারুণ একটা স্পেল শেষ করলেন। ৪ ওভার শেষে ২৫ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি।
আউট হরমন
ব্যাক্তিগত ৪০ রান করে আউট হলেন হরমনপ্রীত কৌর। ৪১ বলে ৪০ রান করলেন তিনি। ১টি ছক্কা ও তিনটি চার মারলেন। পরে ফাহামা খাতুনের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯০/৩
দারুণ একটা ওভার করলেন রাবেয়া। মাত্র চার রান দিলেন তিনি।
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮৬/৩
ফাহিমা খাতুনের এই ওভারে ৬ রান নিল ভারত। হরমনপ্রীত ৩৮ বলে ৩৮ রান করে খেলছেন, যস্তিকা ৮ রান করে ক্রিজে রয়েছেন।
১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৩
শেষ হল বাংলাদেশের সফল বোলার সুলতানা খাতুনের চার ওভারের স্পেল। ১৭ রান দিয়ে দুই উইকেট শিকার করলেন তিনি। এই ওভারে তিনি খরচ করলেন ৫ রান।
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/৩
চার মেরে খাতা খুললেন যস্তিকা ভাটিয়া। নাহিদা আকতারের বলে চার মারেন তিনি। এই ওভারে ভারত তুলল ১০ রান। দুটো চার হজম করলেন নাহিদা।
১২ ওভার শেষে ভারতের স্কোর ৬৫/৩
হরমন-জেমিমা জুটি ভাঙতেই ভাতের উপর চাপ তৈরি শুরু করবে বাংলাদেশ। তবে হরমন ক্রিজে থাকায় সেই কাজটা সহজ হবে না।
ভাঙল হরমন-জেমিমা জুটি
৪৯ বলে ৪৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন জেমিমা-হরমন। ফলে সফল একটি জুটি ভাঙল।
আউট জেমিমা
শোর্না আকতারের বলে নিগারা সুলানার হাতে স্টাম্পড হলেন জেমিমা। ২৬ বলে ২৮ রান করে আউট হলেন তিনি।
১১ ওভার শেষে ভারতের স্কোর ৫৯/২
রানে ব্রেক কষে দিল বাংলাদেশ। এই ওভারে মাত্র চার রান নিল ভারত।
দশ ওভার শেষে ভারতের স্কোর ৫৫/২
রাবেয়া খানের এই ওভারে মাত্র পাঁচ রান নিতে পারল ভারত। এখনও পর্যন্ত ৩৮ বলে ৩৫ রানের পার্টনারশিপ গড়েছেন হরমন-জেমিমা জুটি।
নয় ওভার শেষে ভারতের স্কোর ৫০/২
আবার একটি বড় ওভার। ভারত এই ওভারে ৯ রান তুলল। ফাহিমার এই ওভারে ছক্কা মারলেন হরমন। ৫০ টাচ করল ভারত।
ম্যাচের প্রথম ছক্কা
এ দিনের ম্যাচের প্রথম ছক্কা মারলেন হরমনপ্রীত কৌর। ৮.৩ ওভারে ফাহিমা খাতুনের বলে লং অনের দিকে ছক্কা হাঁকান তিনি।
আট ওভার শেষে ভারতের স্কোর ৪১/২
এই ওভারেও সাত রান নিল ভারত। জেমিমা ১৭ বলে ১৯ রান করেছেন, হরমন ১৫ বলে ১০ রান করে খেলছেন।
সাত ওভার শেষে ভারতের স্কোর ৩৪/২
পাওয়ার প্লের পরে রানে গতি আনতে চাইছে ভারত। ফাহিমা খাতুনের এই ওভারে সাত রান নিলেন জেমিমা ও হরমন।
IND W vs BAN W 3rd T20I Live Score: শেষ পাওয়ার প্লে
দারুণ একটা ওভার করলেন মারুফা। এই ওভারে তিনি দিলেন মাত্র ২ রান। এরফলে পাওয়ার প্লেতে ভারত তুলল ২৭/২ রান।
IND W vs BAN W 3rd T20I Live Score: পঞ্চম ওভার শেষে ভারতের স্কোর ২৫/২
এই ওভারে মাত্র চার রান নিল ভারত। হরমনপ্রীত চার মারলেন নাহিদা আকতারকে।
ক্রিজে জেমিমা ও হরমনপ্রীত
ভারতের দুই ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে যেতেই মাঠে নেমেছেন জেমিমা ও হরমনপ্রীত। এখন দেখার তারা কীভাবে ইনিংসকে সামাল দেন।
চতুর্থ ওভার শেষে ভারতের স্কোর ২১/২
এই ওভারে মাত্র তিন রান খরচ করে শেফালির উইকেট তুলে নিলেন সুলতানা। বাংলাদেশের জন্য এটি একটি সফল ওভার।
আবার আউট
১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। সুলতানা খাতুনের বলে শোর্না আকতারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শেফালি। ৩.৪ ভারতের স্কোর ২০/২ রান।
তৃতীয় ওভার শেষে ভারতের স্কোর ১৮/১
মাত্র ছয় রান দিলেন মারুফা আকতার। তবে এই ওভারে তিনি শেফালিকে আউট করার একটি সুযোগ পেয়েছিলেন।
চোট পেলেন মারুফা
নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে ওভারের পঞ্চম বলে শেফালিকে আউট করার সুযোগ পেয়েছিলেন মারুফা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে চোট পান মারুফা।
দ্বিতীয় ওভার শেষে ভারতের স্কোর ১২/১
বাংলাদেশের পক্ষে দারুণ এখটা ওভার। স্মৃতির উইকেটের পাশাপাশি মাত্র ৫ রান খরচ করলেন সুলতানা। শেফালির সঙ্গে ক্রিজে রয়েছেন জেমিমা।
আউট স্মৃতি
নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ফ্লপ স্মৃতি। মাত্র ১ রান করেই ফিরলেন সাজঘরে। সুলতানা খাতুনের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিলেন তিনি।
প্রথম ওভারে ভারতের স্কোর ৭/০
প্রথম ওভারে সাত রান নিল ভারত। শেফালি করলেন ৬ রান ও স্মৃতির স্কোর ১ রান।
রাশির অভিষেক-স্মৃতির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ
অভিষেক হতে চলেছে রাশির। দীপ্তির হাত থেকে তিনি অভিষেক ক্যাপ পেলেন। এদিকে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন স্মৃতি।
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার ২-০ এগিয়ে রয়েছে। তাদের নজর এবার প্রতিপক্ষকে ক্লিন সুইপ করা। ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছিল, অন্যদিকে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৬ রানের টার্গেট দেওয়ার পরেও ৮ রানে জিততে সক্ষম হয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে চায়। ভারতীয় দল সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার দিকেও নজর রাখবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।