
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সচিন তেন্ডুলকরকে দিয়ে শুরু। পরে ইউসুফ পাঠান ও এস বদ্রিনাথ নাম লেখান তালিকায়। এবার নতুন সংযোজন ইরফান পাঠান। এই নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া মোট চারজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হলেন।
গত শনিবার সচিন ও ইউসুফ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানান যে, তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এবং তাঁরা হোম কোয়ারান্টাইনে রয়েছেন। রবিবার বদ্রিনাথ, যিনিও ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে মাঠে নামেন, টুইট করে জানান যে, তাঁর শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এবার ইরফান পাঠানও জানালেন, তিনি করোনা পজিটিভ।
সোমবার টুইট করে জুনিয়র পাঠান অনুরাগীদের জানান, তিনি করোনা আক্রান্ত। বিজ্ঞপ্তিতে ইরফান লেখেন, ‘কোনও উপসর্গ ছাড়াই আমি করোনা পজিটিভ চিহ্নিত হয়েছি এবং বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছি। সাম্প্রতিক অতীতে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’
পাঠান বিজ্ঞপ্তিতে আরও লেখেন, ‘সকলকে মাস্ক পরতে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে বলব। সকলের সুস্বাস্থ্য কামনা করি।’
সচিন, ইউসুফ, বদ্রিনাথ, ইরফান রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে একই সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেন। টুর্নামেন্টের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডস পরাজিত করে শ্রীলঙ্কা লেজেন্ডসকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports