কেএল রাহুলের নেতৃত্বে, ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। শুরু হবে বৃহস্পতিবার (১৮ অগস্ট) থেকে। এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার এবং জাসপ্রীত বুমরাহের মতো প্রথম সারির প্লেয়ারদের দলে রাখা হয়নি। কারণ তাঁদের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট সারিয়ে অ্যাওয়ে সিরিজে রাহুলকে দলে রাখা হয়েছে। যিনি এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর প্রথম বারের মতো জাতীয় দলে ফিরেছেন।
ডান-হাতি তারকা ব্যাটারকে প্রাথমিক ভাবে জিম্বাবোয়ে সফরের জন্য নির্বাচিত করা হয়নি। তবে মেডিকেল টিম তাঁকে ফিট ঘোষণা করার পর, জিম্বাবোয়ের দলে রাখা হয় রাহুলকে। শুধু দলেই রাখা হয়নি, তাঁকে অধিনায়ক করে দেওয়া হয়েছে। আর রাহুলের ডেপুটি করা হয়েছে শিখর ধাওয়ানকে।
আরও পড়ুন: ঘরের শত্রু বিভীষণ-শিখর, হুডাদের প্রাক্তন কোচই জিম্বাবোয়ে সফরে হুমকি দিচ্ছেন ভারতকে
সম্প্রতি জিম্বাবোয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে। সেই জয়ের ধারাই তারা ভারতের বিরুদ্ধে ধরে রাখতে চাইবে। দলের তারকা ব্যাটার ইনোসেন্ট কাইয়া, যিনি প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শিরোনামে উঠে এসেছিলেন, তাঁর প্রিয় খেলোয়াড় আবার কেএল রাহুল। আর নিজের প্রিয় প্লেয়ারের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে রয়েছেন কাইয়া। সেঞ্চুরির পর রাহুলের সেলিব্রেশন নকল করেছেন কাইয়া। কানে হাত দিয়ে রাহুল চোখ বন্ধ করে সমালোচকদের জবাব দেওয়ার যে ট্রেডমার্ক সেলিব্রেশন করে থাকেন, সেটাই করেছেন কাইয়া।
আরও পড়ুন: হাল্কা ভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি-রাহুলদের হুঁশিয়ারি জিম্বাবোয়ে কোচের
সিরিজের আগে কাইয়া ব্যাখ্যা করেছিলেন যে, কী ভাবে শীর্ষ খেলোয়াড়দের অনুপস্থিতিতে ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত লড়াই করবে জিম্বাবোয়ে। টাইমস নাউকে একটি সাক্ষাত্কারে কাইয়া বলেছেন, ‘বিরাট, রোহিত শর্মা বা ঋষভ পন্ত নেই... যারা খেলছেন, তারাও গুরুতর ক্রিকেটার। আমি জানি যে দলটি জিম্বাবোয়েতে আসছে, তারাও শক্তিশালী দল। আমরা তাদের আন্ডাররেট করতে পারি না। ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। তবে ওদের বিরুদ্ধে ভালো লড়াই করার ব্যাপারে, আমি নিশ্চিত।’
তিনি বুমরাহরও প্রশংসা করেছেন। চোটের কারণে আসন্ন সিরিজ এবং এশিয়া কাপ মিস করবেন বুমরাহ। তিনি পিঠের চোটে ভুগছেন, যে কারণে তিনি ২২ গজ থেকে বেশ কিছু দিনের জন্য ছিটকে গিয়েছেন। কাইয়া বলেছেন, ‘জসপ্রীত বুমরাহ না থাকলে সব সময় একটি বড় সুবিধা থাকে। ও বিশ্বের এক নম্বর বোলার। তাই ওর মুখোমুখি না হওয়াটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।