তিরুবনন্তপুরমে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর্শদীপ সিং এবং দীপক চাহারের দুর্দান্ত বোলিং শুরু থেকেই টিম ইন্ডিয়ার হালে পানি এনে দেয়। পরে ব্যাট হাতে ইতি টানেন কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংস।
ম্যাচের পর প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। পরিকল্পনার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। অথচ আমরা দেখেছি রাহুল কী করতে পেরেছে।’
আরও পড়ুন: এই পিচে ১০৭ তাড়া করা কঠিন ছিল- দাবি রোহিতের, পিচ নিয়ে বিরক্ত বাভুমাও
তিন পেসার সম্পর্কে তেম্বা বাভুমা বলেছেন, ‘এটা বলা কঠিন যে আমরা আর এক জন ফাস্ট বোলার খেলতে পারতাম। আপনি সব সময় এই ধরনের স্কোর রক্ষা করার জন্য একটি অলৌকিক কিছু করতে হত। আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে এবং বোলারদের রক্ষণের জন্য কিছুটা স্কোর করতে হবে। পার্নি এবং কেশবরা ভালো পারফরম্যান্স করেছিল।’
আরও পড়ুন: ম্যাচের সেরা হলে কী বলব, সেটা নিয়ে খুব উত্তেজিত ছিলাম, অকপট স্বীকারোক্তি আর্শের
বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৫ বলে ৪১ রান করেন কেশব মহারাজ। এ ছাড়া এডেন মার্করামের ২৫ (২৪ বলে) এবং ওয়েন পার্নেলের ২৪ (৩৭ বলে) ছাড়া বাকিদের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছয়নি। ডাক করেছেন চার জন ব্যাটার। কেশব মহরাজ ৪১ রানের ইনিংস না খেললে, দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০ পার করত কিনা, সন্দেহ রয়েছে। আর্শদীপ সিং ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারে বল করতে এসেই তাঁর ৩ উইকেট প্রোটিয়াদের মেরুদণ্ড ভেঙে দেয়। এ ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং হার্ষাল প্যাটেল। অক্ষর প্যাটেল নিয়েছেন ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।