তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সূর্যকুমার ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে যাদব ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদেই পাকিস্তানের তারকা ওপেনার মহম্মদ রিজওয়ানের বিশ্বরেকর্ড ভেঙে দেন সূর্যকুমার। চলতি বছরে, অর্থাৎ ২০২২ সালে ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে সূর্যকুমার এই নিয়ে মোট ৪৫টি ছক্কা মারেন। এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড এটি।
গতবছর, অর্থাৎ ২০২১ সালে মহম্মদ রিজওয়ান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৪২টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই বিশ্বরেকর্ড এবার সূর্যকুমারের দখলে চলে যায়।
উল্লেখ্য, ২০২১ সালেই নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৪১টি ছক্কা মারেন। কিউয়ি তারকা চলে গেলেন সার্বিক তালিকার তৃতীয় স্থানে। গতবছরই ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৭টি ছক্কা হাঁকান। আপাতত সার্বিক তালিকার চার নম্বরে অবস্থান করছেন ক্যারিবিয়ান তারকা।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক বছরে সব থেকে বেশি ছক্কা:-১. সূর্যকুমার যাদব: ৪৫টি (২০২২)২. মহম্মদ রিজওয়ান: ৪২টি (২০২১)৩. মার্টিন গাপ্তিল: ৪১টি (২০২১)৪. এভিন লুইস: ৩৭টি (২০২১)
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরে সূর্যকুমার এখনও বেশ কিছু আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবেন। তিনি যে রকম ফর্মে রয়েছেন, তাতে ছক্কার সংখ্যাটা আরও বাড়বে সন্দেহ নেই।
আরও পড়ুন:- PAK vs ENG: গোটা দলের বোঝা একা বইছেন রিজওয়ান, ফের পাকিস্তানকে জেতালেন তারকা ওপেনার
২০২১ সালের মার্চে আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন সূর্যকুমার যাদব। সেই থেকে এখনও পর্যন্ত সূর্যকুমার ভারতের হয়ে মোট ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলছেন। ৩৯.০৪ গড়ে সংগ্রহ করেছেন ৯৭৬ রান। ১টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক-রেট ১৭৩.৩৫। দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফর্ম্যাটে সব মিলিয়ে ৮৮টি চার ও ৫৭টি ছক্কা মেরেছেন সূর্যকুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।