শুভব্রত মুখার্জি: পাকিস্তানে সিরিজ শেষ হতে না হতেই, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে ভারতে এসে উপস্থিত হয়েছে নিউজিল্যান্ড দল। পাকিস্তান সফরের একাধিক ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। কেন উইলিয়ামসন সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছেন ভারতের বিরুদ্ধে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। আর সে কথাই বলেছেন নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটার ড্যারিল মিচেল। তিনি জানিয়ে দেন, উইলিয়ামসনের অনুপস্থিতিতে নতুন ফর্মেশন দেখে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
আরও পড়ুন: India predicted XI vs New Zealand 3rd ODI: রায়পুরে ভালো খেলেও বাদ পড়তে পারেন শামি,উমরান পেতে পারেন সুযোগ
ব্ল্যাক ক্যাপসদের তারকা অলরাউন্ডার জানিয়েছেন, ভারত সফর কিউয়িদের জন্য বেশ শিক্ষণীয় হতে চলেছে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কিউয়ি দলে কেন উইলিয়ামসনের পাশাপাশি নেই ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির মতোন অভিজ্ঞ ক্রিকেটাররাও। পাশাপাশি কোচ গ্যারি স্টেডকেও এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় ওয়ানডে-তে খেলতে নামার আগে ড্যারিল মিচেল জানিয়েছেন, ‘কেনকে এখানে না পাওয়াটা অন্য অনেকের জন্য একটা সুযোগ হবে। সুযোগ থাকবে নিজেদেরকে পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার। উইলিয়ামসনের অনুপস্থিতিতে নতুন ফর্মেশন দেখে নেওয়ার সুযোগ পাওয়া যাবে আমাদের সামনে। কিছু ক্রিকেটারকে ভারতের উইকেটে খেলার অভিজ্ঞতাও দেওয়া যাবে।’
আরও পড়ুন: বড় দলের বিরুদ্ধে ভারতের এই বোলিং ধ্যাড়াবে- তীব্র খোঁচা তারকা পাক ক্রিকেটারের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।