টিম ইন্ডিয়া বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৫০ রানে দাপটের সঙ্গে জিতে গিয়েছে। জোস বাটলারদের সামনে আজ শনিবার সিরিজ বাঁচানোর লড়াই। আজ হারলে ইংল্যান্ড সিরিজ হেরে যাবে।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ১৯৮ রান করেছিল। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (৩৩ বলে ৫১) একটি দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
আরও পড়ুন: গত ১০ মাসে ভারতের ৮ জন অধিনায়ক, এত পরিবর্তন কেন? চাঁচাছোলা উত্তর রোহিতের- ভিডিয়ো
হার্দিক দুরন্ত বোলিংও করেন। তিনি ৪ উইকেট তুলে নেন। আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল নেন ২টি করে উইকেট।
আরও পড়ুন: ‘পরিবর্তনের কারণ দেখছি না’, দ্বিতীয় T20-তে কোহলি, পন্তদের দলেই রাখছেন না জাহির
জেনে নিন ইংল্যান্ড ও ভারতের মধ্যে শনিবারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি:
ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে হবে?
ইংল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ জুলাই, শনিবার।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোথায় খেলা হবে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।