বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: ভারতীয় ব্যাটিংয়ের করুণ হালের মধ্যেই ভাইরাল পন্তের বিশেষ বার্তা
পরবর্তী খবর
IND vs AUS, WTC Final 2023: ভারতীয় ব্যাটিংয়ের করুণ হালের মধ্যেই ভাইরাল পন্তের বিশেষ বার্তা
2 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2023, 05:58 PM ISTTania Roy
পন্তের উপস্থিতি নিঃসন্দেহে ভারতের বড় ভরসার জায়গা হতে পারত। তাঁর কাউন্টার অ্যাটাকই ছিল ভারতের অস্ত্র। ভরত কিপিং ভালো করলেও, ব্যাট হাতে মোটেও ততটা দক্ষ নন।
ভারতের ব্যাটারদের দুরাবস্থায় বিশেষ বার্তা দিলেন পন্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋষভ পন্তকে কতটা মিস করছে ভারত? টিম ইন্ডিয়ার যা পরিস্থিতি, তাতে পন্তকে মিস করাটাই স্বাভাবিক। তাঁর পরিবর্তে খেলা শ্রীকর ভরত ১৫ বল খেলে মাত্র ৫ রান করে আউট হয়েছেন। পন্ত থাকলে হয়তো কিছুটা হাল ধরতে পারতেন।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টপ-অর্ডার একেবারেই আত্মসমর্পণ করে। পন্তের উপস্থিতি নিঃসন্দেহে ভারতের বড় ভরসার জায়গা হতে পারত। তাঁর কাউন্টার অ্যাটাকই ছিল ভারতের অস্ত্র। ভরত কিপিং ভালো করলেও, ব্যাট হাতে মোটেও ততটা দক্ষ নন। পন্ত টেস্টে ভারতের জন্য একেবারে অসাধারণ পারফরম্যান্স করেছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতে তাঁর সেঞ্চুরি রয়েছে।
বর্তমানে পন্ত ২২ গজের বাইরে। তিনি এখন দিল্লিতে নিজের বাড়িতে ফিরে এসেছেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছিলেন পন্ত। সেখান থেকে তিনি ধীরে ধীরে সেরে ওঠার পথে। এখনও ক্রিকেট মাঠে ফিরতে দেরী রয়েছে তাঁর। বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব হোম ওয়ানডে বিশ্বকাপ খেলার তাঁর ইচ্ছে রয়েছে। তবে কতটা তিনি ততদিনে সুস্থ হতে পারবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এ দিকে সুদূর লন্ডনে ভারতের খেলা দেখার পর পন্ত তার ইনস্টাগ্রাম স্টোরিতে টিম ইন্ডিয়ার জন্য একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন। তিনি ভারতের ব্যাটিংয়ের সময়কার ছবি দিয়েছেন, যখনে ভারতের ২ উইকেট পড়ে গিয়েছিল। সেই ছবির সঙ্গে ক্যাপশনে তিনি ২টি ইমোজি দিয়েছেন। একটি আঙুল ক্রসের ইমোজি এবং অন্যটি লাল হার্ট সাইনের। ভারতীয় দলের সঙ্গে না থেকেও যে তিনি তাদের পাশে আছেন, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন পন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।