আইসিসির প্রকাশিত লিস্ট অনুযায়ী চারটি টেস্টেই আম্পায়ার হিসেবে থাকছেন নীতিন মেনন। যদিও প্রতি টেস্টেই পরিবর্তন করা হবে তাঁর অন্য সঙ্গী আম্পায়ারকে।
Ad
নীতিন মেনন।
শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই সিরিজের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে গুরুত্বপূর্ণ এই সিরিজের লড়াই ভারত শুরু করবে ৯ ফেব্রুয়ারি থেকে। নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজ নিয়ে উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। এর মাঝেই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে আইসিসি-র তরফে। যেখানে দেখা যাচ্ছে, গোটা সিরিজে অর্থাৎ চারটি টেস্টেই আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন নীতিন মেনন।
প্রসঙ্গত এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের যথেষ্ট জনপ্রিয় আম্পায়ার নীতিন মেনন। ম্যাচ পরিচালনার দক্ষতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা বারবার প্রমাণিত হয়েছে। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে দেখা যাবে তাঁকে। আইসিসির প্রকাশিত লিস্ট অনুযায়ী চারটি টেস্টেই আম্পায়ার হিসেবে থাকছেন মেনন। যদিও প্রতি টেস্টেই পরিবর্তন করা হবে তাঁর অন্য সঙ্গী আম্পায়ারকে। তবে চারটি টেস্টেই আম্পায়ার হিসেবে থাকছেন নীতিন।
প্রথম দুই টেস্টের ম্যাচ রেফারি থাকছেন জিম্বাবোয়ে থেকে। জিম্বাবোয়ের অ্যান্ড্রু পাইক্রফট থাকবেন দায়িত্বে। অন্য দিকে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজের বাকি দু'টি ম্যাচের জন্য ম্যাচ-রেফারির দায়িত্ব সামলাবেন ক্রিস ব্রড। আইসিসির ওয়েবসাইট সূত্রে জানা যাচ্ছে প্রথম টেস্টে নীতিন মেননের সঙ্গী অনফিল্ড আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার থাকছেন মাইকেল গফ।
দিল্লিতে দ্বিতীয় টেস্টের অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন মাইকেল গফ এবং নীতিন মেনন। টিভি আম্পায়ার থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। ধর্মশালাতে তৃতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নীতিন মেনন এবং জোয়েল উইলসন। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলব্রো। আমেদাবাদে চতুর্থ টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নীতিন মেনন এবং রিচার্ড কেটেলব্রো। টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জো উইলসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।