IND vs AUS, WTC Final 2023: টেস্টের ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বাধিক ৫০ রানের পার্টনারশিপের নজির বিরাট-রাহানের
1 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2023, 08:30 AM ISTবিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে।
বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে।
শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটে বিশেষ করে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। ওভালে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের জয়, পরাজয় অনেকটাই নির্ভর করছে এই দুই ব্যাটারের উপরে। ভারতকে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া দল। চতুর্থ দিনের শেষে তিন উইকেট হারিয়ে ভারতের রান সংখ্যা ১৬৪। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। একটা সময়ে ভারত দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে অবিচ্ছেদ্য অর্ধশতরানের জুটি গড়ে দুই ব্যাটার ভারতকে কিছুটা চাপমুক্ত করেছে। আর পাশাপাশি টেস্ট ইতিহাসে গড়ে ফেলেছে নয়া নজিরও।
টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বাধিক অর্ধশতরানের পার্টনারশিপ গড়ার নজির গড়ে ফেলেছেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। এই নিয়ে সাদা জার্সিতে চতুর্থ উইকেট এটি তাদের ২৩তম অর্ধশতরানের পার্টনারশিপ। তাঁরা পিছনে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন দুই তারকা মিসবা উল হক এবং ইউনিস খান জুটিকে। যারা ২২ বার অর্ধশতরানের পার্টনারশিপ গড়তে সক্ষম হয়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন দুই প্রাক্তন কিংবদন্তি পাক ক্রিকেটার। ২০ বার অর্ধশতরানের পার্টনারশিপ গড়ার নজির রয়েছে ইনজামাম উল হক এবং মহম্মদ ইউসুফ জুটির। প্রসঙ্গত বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের পার্টনারশিপের উপর ভর করেই ডব্লুটিসি ফাইনালে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা।
আরও পড়ুন: ৪৪৪ রান তাড়া করে জয়? টেস্টের আগের পরিসংখ্যান কিন্তু ভারতকেই চাপে রাখছে, জিতলে রেকর্ড হবে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।