আইপিএল শেষ হয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়ে গেলেও হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। আনফিট হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সুযোগ দেওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল।
পাটিল বলেন, ‘ভারতীয় একাদশে ওর (হার্দিকের) নির্বাচন নির্ভর করবে অধিনায়ক ও কোচের ওপর এবং সেই সম্পর্কে একমাত্র বিসিসিআই জানবে। তবে কোন আনফিট খেলোয়াড় দলে থাকলে নির্বাচকদের নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। গোটা আইপিএলে ও যখন বল করেনি, তখন নির্বাচকদের বিশ্বকাপের আগে ফিটনেস টেস্টের মতো কিছুর আয়োজন করে তারপরেই ওকে দলে রাখা উচিত ছিল।’
পাকিস্তান ম্যাচ চলাকালীনই হার্দিক মাঝপথে কাঁধের চোট পরীক্ষা করাতে বেরিয়ে যান। হার্দিক সত্যিই ফিট হলে ম্যাচের মাঝে তিনি হঠাৎ করে কী করে আনফিট হয়ে পড়লেন, তা নিয়ে হতবাক পাটিল। ‘ওকে দলে নেওয়ার দায় তো কারুর না কারুর নিশ্চয়ই। এই বিষয়ে রবি শাস্ত্রীর (ভারতীয় কোচ) থেকে কিছু শোনা যায়নি। রোহিত শর্মারা ওকে ফিট বলছে। ও ফিট হলে ম্যাচের মাঝেই কি করে আবার আনফিট হয়ে গেল? এটা বিশ্বকাপ, এমনি কোনো সিরিজ বা ম্যাচ নয়।’ মত ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যের।
তবে পরীক্ষার পর হার্দিককে ফিট জানানো হয়েছে। পাশপাশি নেটে তাঁকে বল করতে দেখা যায়। রবিবার (৩১ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে খেলতে দেখা যাবে কি না তা সময়ই বলবে, তবে তাঁর নির্বাচন নিয়ে বিতর্ক খুব শীঘ্রই থামবে বলে মনে হচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।