রবীন্দ্র জাদেজার শূন্যতা পূরণ করা নিঃসন্দেহে কঠিনয তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অক্ষর প্যাটেলকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলেছে, কারণ প্রয়োজনে তাঁকে প্রথম ছয়ের মধ্যে ব্যাট করতে বলা হবে।
ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ের সব ব্যাটারই ডানহাতি এবং ঋষভ পন্ত এখনও একাদশের কম্বিনেশনে ঢুকতে পারেননি। তবে প্রতিপক্ষের ছন্দকে বিপর্যস্ত করার জন্য বাঁ-হাতি ব্যাটারের প্রয়োজন সবচেয়ে বেশি। পাকিস্তানের বিপক্ষে অক্ষরকে ৫ নম্বরে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এক রান করে আউট হয়ে যান। স্বাভাবিক ভাবেই এই পদক্ষেপটি কার্যকর হয়নি।
নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে নজর কাড়েন অক্ষর। ম্যাচের পর তিনি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে ব্যাট করা প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘ওদের (পাকিস্তান) বাঁ-হাতি স্পিনার নওয়াজ এবং লেগ-স্পিনার শাদব ছিল, তাই একজন বাঁ-হাতিকে পাঠানো গুরুত্বপূর্ণ ছিল এবং আমাকে নামতে বলা হয়েছিল।’ অক্ষরের এই কথাতেই স্পষ্ট, পন্তকে খেলানো নিয়ে অপাতত কোনও ভাবনাচিন্তাই নেই টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন: রাহুলকে সুইচ-অন করতে হবে-কুম্বলের কথায় ওপেনারের মানসিকতা নিয়ে উঠে গেল প্রশ্ন
গুজরাটের অলরাউন্ডার আরও যোগ করেন, ‘যেহেতু আমাদের শীর্ষ ছয় জন ব্যাটারই ডানহাতি, তাই আমাকে ম্যানেজমেন্ট বলেছে যে, প্রয়োজনে আমাকে ছয়ের মধ্যে নামানো হবে। এবং আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই ভূমিকা ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে এবং আমি অনুশীলন গেমগুলিতে পারফর্ম করেছি।’
পাকিস্তানের বিরুদ্ধে একটি দুঃস্বপ্নের এক ওভার ছিল অক্ষরের। ১ ওভার বল করে তিনি ২১ রান দিয়েছিলে। অক্ষরের ওভারে ইফতিকার আহমেদ তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সবচেয়ে ভালো বল করেছেন অক্ষরই। ৪ ওভার বল করে তিনি ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
অক্ষর বলেছেন, ‘পিচটি একটু শুকনো ছিল এবং বল থেমে থেমে যাচ্ছিল। বলটি ঠিক গ্রিপ করছিল না। তাই আমাকে ডেকে বলা হয়েছিল, সজোরে আঘাত করতে। তবে লাইন মেনে আঘাত করা কঠিন ছিল। তাই এটাই ছিল পরিকল্পনা।’
আরও পড়ুন: ভালো ব্যাটিং করিনি, পাওয়ার প্লে-তে খারাপ করেছি- অঘটনের পর বাক্যহারা বাবর
পাকিস্তান ম্যাচের পর তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলছিল। তবে তিনি কী ভাবে ঘুরে দাঁড়ালেন? অক্ষর বলছিলেন, ‘পাকিস্তানের ম্যাচের পরে, আমি ভিডিয়ো বিশ্লেষক এবং বোলিং কোচের সঙ্গে বসেছিলাম। আসলে এমন দিন আসবে, যখন একজন ব্যাটার আপনার বিপক্ষে সুযোগ নেবে। আমি বিশ্লেষণ করে দেখেছি যে, আমাকে যে তিনটি ছক্কা মারা হয়েছিল, তার মধ্যে আমি কেবল একটি বাজে বল করেছি। আপনার এ রকম দিন আসতেই পারে, তবে যদি আপনি এই নিয়ে চিন্তা করতে থাকেন, তবে আপনি টিকতে পারবেন না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।