বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > SA vs NED: বিরাট অঘটন, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল নেদারল্যান্ডস
SA vs NED: বিরাট অঘটন, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল নেদারল্যান্ডস
4 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2022, 10:18 AM ISTAbhisake Koley
South Africa vs Netherlands T20 World Cup Live Score: দক্ষিণ আফ্রিকার হারে লাইফ-লাইন পেয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশ। মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল টিম ইন্ডিয়ার।
দাপুটে বোলিং নেদারল্যান্ডসের। ছবি- এপি
চলতি টি-২০ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস। তাই তাদের কাছে লিগের শেষ ম্যাচটি ছিল নিছক নিয়মরক্ষার। তবে দক্ষিণ আফ্রিকার কাছে এটি মরণ-বাঁচন ম্যাচ ছিল। জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল। তবে হারলে ছিটকে যাওয়া ছিল পাকা। শেষমেশ পচা শামুকে পা কাটে প্রোটিয়াদের। নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ভারত এক্ষেত্রে তাদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। এটাও নিশ্চিত হয়ে যায় যে, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের বিজয়ী দল ভারতের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পাবে।
06 Nov 2022, 10:18 AM IST
ম্যাচের সেরা অ্যাকারম্যান
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কলিন অ্যাকারম্যান।
06 Nov 2022, 09:01 AM IST
ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা
নেদারল্যান্ডসের কাছে হেরে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম দল হিসেবে গ্রুপ-টু থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে যে দল জিতবে, তারা গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে।
06 Nov 2022, 08:52 AM IST
দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের ৪ উইকেটে ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৫ রানে আটকে যায়। ১৩ রানে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় প্রোটিয়াদের। নেদারল্যান্ডস আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। তারা দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ডোবে।
06 Nov 2022, 08:46 AM IST
শেষ ওভারে দরকার ২৬ রান
১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১৩৩ রান। জয়ের জন্য শেষ ওভারে ২৬ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ১২ রানে ব্যাট করছেন কেশব মহারাজ।
06 Nov 2022, 08:41 AM IST
ক্লাসেন আউট
১৭.৩ ওভারে বাস ডি'লিডের বলে ফ্রেড ক্লাসেনের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ১৮ বলে ২১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাগিসো রাবাদা।
06 Nov 2022, 08:33 AM IST
পার্নেল আউট
১৫.৪ ওভারে গ্লভারের বলে এডওয়ার্ডসের দস্তানায় ধরা পড়েন ওয়েন পার্নেল। একই ওভারে ২টি উইকেট তুলে নেন গ্লভার। পার্নেল ২ বল খেলে খাতা খুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেশব মহারাজ।
06 Nov 2022, 08:31 AM IST
ডেভিড মিলার আউট
১৫.২ ওভারে গ্লভারের বলে ভ্যান ডার মারউইয়ের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। ১৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ১১২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েন পার্নেল।
06 Nov 2022, 08:16 AM IST
মার্করাম আউট
১২.৩ ওভারে ফ্রেড ক্লাসেনের বলে মাইবার্গের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন।
06 Nov 2022, 08:02 AM IST
রিলি রসউ আউট
৯.৩ ওভারে গ্লভারের বলে ও'দাউদের হাতে ধরা পড়েন রিলি রসউ। ১৯ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৬৮ রান।
06 Nov 2022, 07:54 AM IST
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। মারউইয়ের বলে জোড়া বাউন্ডারি মারেন রসউ। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৬৩ রান। রিলি ১৭ বলে ২৫ রান করেছেন। ৪ রানে ব্যাট করছেন মার্করাম।
06 Nov 2022, 07:43 AM IST
বাভুমা আউট
৫.৬ ওভারে ভ্যান মিকেরেনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেম্বা বাভুমা। ২০ বলে ২০ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৩৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। পাওয়ার প্লে-র খেলা শেষ। রিলি ৫ রানে ব্যাট করছেন।
06 Nov 2022, 07:28 AM IST
ডি'কক আউট
দ্বিতীয় ওভারে ভ্যান মিকেরেনের বলে ১টি ছক্কা মারেন কুইন্টন ডি'কক। তবে ২.৪ ওভারে ফ্রেড ক্লাসেনের বলে এডওয়ার্ডসের দস্তানায় ধরা পড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। ৩ ওভার সেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২২ রান।
06 Nov 2022, 07:21 AM IST
রান তাড়া শুরু দক্ষিণ আফ্রিকার
কুইন্টন ডি'কককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন তেম্বা বাভুমা। বোলিং শুরু করেন ফ্রেড ক্লাসেন। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ডি'কক। প্রথম ওভারে ৬ রান ওঠে।
06 Nov 2022, 07:05 AM IST
দেড়শো টপকে থামল নেদারল্যান্ডস
নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে।৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন কলিন অ্যাকারম্যান। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করে নট-আউট থাকেন স্কট এডওয়ার্ডস। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৯ রান। এনরিখ নরকিয়া ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেশব মহারাজ ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন।
06 Nov 2022, 07:05 AM IST
বাস ডি'লিড আউট
১৭.১ ওভারে এনরিখ নরকিয়ার ১৫৩ কিলোমিটার গতির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাস ডি'লিড। ৭ বলে ১ রান করেন তিনি। নেদারল্যান্ডস ১২৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট এডওয়ার্ডস।
06 Nov 2022, 07:05 AM IST
টম কুপার আউট
১৪.৬ ওভারে কেশব মহারাজের বলে কুইন্টন ডি'ককের হাতে ধরা পড়েন টম কুপার। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৫ রান করেন তিনি। নেদারল্যান্ডস ১১২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বাস ডি'লিড।
06 Nov 2022, 07:05 AM IST
ও'দাউদ আউট
১২.৪ ওভারে কেশব মহারাজের বলে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন ম্যাক্স ও'দাউদ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন তিনি। নেদারল্যান্ডস ৯৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কলিন অ্যাকারম্যান।
06 Nov 2022, 07:05 AM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৭০ রান। ম্যাক্স ও'দাউদ ২৬ বলে ২৬ রান করেছেন। ৪ বলে ৫ রান করেছেন টম কুপার।
06 Nov 2022, 07:05 AM IST
মাইবার্গ আউট
৮.৩ ওভারে মার্করামের বলে রসউয়ের হাতে ধরা পড়েন স্টিফেন মাইবার্গ। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৭ রান করেন। নেদারল্যান্ডস ৫৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম কুপার।
06 Nov 2022, 07:05 AM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
ব্যাট হাতে দুর্দান্তভাবে ইনিংস শুরু করে নেদারল্যান্ডস। পাওয়ার প্লে-র ৬ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে নেয়। স্টিফেন মাইবার্গ ২৪ বলে ৩৪ রান করেন। ম্যাক্স ও'দাউদ করেন ১২ বলে ১৩ রান।
06 Nov 2022, 07:05 AM IST
টস জিতল দক্ষিণ আফ্রিকা
নেদারল্যান্ডসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টস জিতল দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়া দলনায়ক তেম্বা বাভুমা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নেদারল্যান্ডসকে। সুতরাং, অ্যাডিলেড ওভালে রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা।