রবিবার সকালেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। রবিবার সুপার 12 পর্বে জিম্বাবোয়ের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অবশ্যই লিগের শেষ ম্যাচে জয়ের সঙ্গে সেমিফাইনালে পৌঁছানোর দিকে তাকিয়ে থাকবে। এরফলে দলের মনোবল উপরের দিতে থাকবে। রবিবারের ম্যাচে জিম্বাবোয়েকে হালকাভাবে নিতে ভুল করবে না ভারতীয় দল, কারণ এই দল পাকিস্তানকে হারিয়েছিল।
আরও পড়ুন… কাটা ঘায়ে নুনের ছিটে, নেদারল্যান্ডসের কাছে হারতেই দক্ষিণ আফ্রিকাকে ট্রোল করলেন সচিন তেন্ডুলকর
তা সত্ত্বেও অধিনায়ক রোহিত শর্মারও এই দিনের ম্যাচে দলে একটি পরিবর্তন করেছেন। বলা যেতে পারে পরিবর্তন করার সুযোগ হাতছাড়া করেননি রোহিত শর্মা। আসলে, টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড় নেদারল্যান্ডসের কাছে হেরে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল রেস থেকে ছিটকে যাওয়ার সুবিধা পেয়েছে ভারত। তখন থেকেই মনে করা হয়েছিল যে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচে পন্তকে দেখে নিতে পারেন। এবার সেটাই হল। অনেকে আবার বলছেন দীনেশ কার্তিককে ছেঁটে ফেলে জায়গা দেওয়া হয়েছে ঋষভ পন্তকে। যদি পন্ত এই ম্যাচে সফল হন তাহলে সেমিফাইনাল ও ফাইনালের একাদশে জায়গা করে নিতে পারেন ঋষভ পন্ত।
আরও পড়ুন… Shakib Out Controversy: কোনও ভাবেই আউট ছিলেন না শাকিব! তৃতীয় আম্পায়ারের ‘ভুলে’ চরম বিতর্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।