বিশ্ব ক্রিকেটের কাছে এই বিষয়টি স্পষ্ট। দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। এমন পরিস্থিতিতে এদিন বন্ধু শেন ওয়ার্নকে স্মরণ করলেন মাস্টার ব্লাস্টার্স। শেন ওয়ার্নের সম্পর্কে কথা বলতে গিয়ে বড় কথা বললেন সচিন তেন্ডুলকর।
শনিবার অর্থাৎ ২০২৩ সালের ৪ মার্চ, দিনটি হল অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার শেন ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে ক্রিকেটের সকল কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করছেন। ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্নের বন্ধুত্বের কথা সকলেই জানেন। বিশ্ব ক্রিকেটের কাছে এই বিষয়টি স্পষ্ট। দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। এমন পরিস্থিতিতে এদিন বন্ধু শেন ওয়ার্নকে স্মরণ করলেন মাস্টার ব্লাস্টার্স। শেন ওয়ার্নের সম্পর্কে কথা বলতে গিয়ে বড় কথা বললেন সচিন তেন্ডুলকর।
শেন ওয়ার্নকে স্মরণ করে সচিন তেন্ডুলকর লিখেছেন যে, ‘আমরা মাঠে কিছু স্মরণীয় ম্যাচ খেলেছি এবং তার পরেও একইভাবে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করেছি। আমি তোমাকে শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই মিস করি না, একজন ভালো বন্ধু হিসেবেও মিস করি। আমি নিশ্চিত যে আপনি আপনার রসবোধ এবং ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলছেন, ওয়ার্নি!’
আমরা আপনাকে বলি যে দুই কিংবদন্তি ক্রিকেটার অবসরের পরেও প্রায়শই একে অপরের সঙ্গে দেখা করতেন। অস্ট্রেলিয়ান অভিজ্ঞ এবং শেন ওয়ার্নের সঙ্গী অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন যে, ‘যে মানুষটি আমাকে একটি স্বপ্ন তাড়া করতে অনুপ্রাণিত করেছে এবং যে মানুষটি আপনার পাশে স্বপ্ন ছিল... আপনি উভয়ই চালিয়ে যাচ্ছেন।’
শেন ওয়ার্নের আগুন আইপিএলেও দেখা গেছে। তাঁর নেতৃত্বে আইপিএল দল রাজস্থান রয়্যালস প্রথমবার শিরোপা জিতেছিল। রাজস্থান রয়্যালসও টুইট করে শেন ওয়ার্নের প্রশংসা করেছে। এছাড়া অ্যাডাম গিলক্রিস্ট সহ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, শেন ওয়াটসন সহ অনেক প্রাক্তন খেলোয়াড়ই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে স্মরণ করেছেন। সকলেই তাঁর সঙ্গে নিজেদের স্মৃতি শেয়ার করেছেন।
জানিয়ে দেওয়া যাক, এই দিনেই বিশ্বকে বিদায় জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন। তিনি থাইল্যান্ডের কোহ সামুইতে মারা যান। বলা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। এই কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণে সকলেই বিস্মিত।
শেন ওয়ার্নকে ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি স্পিনারদের মধ্যে গণ্য করা হয়। মুথাইয়া মুরলিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক উইকেটের রেকর্ড এখনও শেন ওয়ার্নের দখলেই রয়েছে। ১৪৫টি টেস্ট ম্যাচে তিনি ৭০৮টি উইকেট শিকার করেছেন। ১৯৪টি ওয়ানডেতে তিনি ২৯৩ উইকেট নিয়েছেন। শেন ওয়ার্নের ক্যারিয়ার যতটা উজ্জ্বল ছিল, তাঁর জীবনও ছিল সমান বিতর্কিত। এমন পরিস্থিতিতে সব সময়ই আলোচনায় থাকতেন শেন ওয়ার্ন। ৪ মার্চ সেই সব কথাই স্মরণ করছে বাইশ গজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।