আগামী বুধবার অর্থাৎ ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। তিনি প্রায় দীর্ঘ ১৮ মাস পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এই সময় তিনি অতীতের কথা মনে করতে চাইছেন না। আইপিএল চলাকালীনই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যান। ভারতীয় দলের জন্য রাহানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা অনেকটাই বেশি। স্নায়ুর চাপ ধরে রাখার ক্ষমতা রয়েছে। দীর্ঘ ইনিংস খেলে এবং দলের সাফল্য আনার জন্য ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাহানে বিসিসিআই টিভিতে ভারতীয় দলের ফিরে আসা নিয়ে বলেন, 'আমি প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে এসেছি। এখন ভালো বা খারাপ যাই হোক না কেন আমি পুরনো কোনও কথা মনে করতে চাই না। আমি এখন সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই। এছাড়া আমার যা যা করা দরকার আমি তাই করব। আমি আইপিএলে ব্যক্তিগতভাবে সিএসকের হয়ে খেলাটা উপভোগ করেছি। কারণ এর আগের মরশুমেও আইপিএলে ভালো ব্যাটিং করেছি। আমার ঘরোয়া মরশুম খুবই ভাল ছিল। নিজের সেরাটা দিয়ে গিয়েছি। তাই ভারতীয় দলে ফিরে আসা আমার কাছে একটা আবেগপূর্ণ বিষয়।'
রাহানে এই বছর আইপিএলে সিএসকের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং ও বেশি স্ট্রাইকরেটের জন্য অনেক প্রশংসাও পেয়েছেন। তবে তিনি বিশেষ করে প্রশংসা পেয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ বলে ৬১ রান করার জন্য। এছাড়াও তিনি ২০২০-২১ এর বর্ডার-গভাসকর ট্রফিতে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় আনেন। তাঁর এই অধিনায়কত্বের জন্য অনেকেই প্রশংসা করেন। কারণ সেই বিরাট কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট হারার পর রাহানে দায়িত্ব পেতেই দলকে অসাধারণভাবে ঘুরে দাঁড়ানোর পথ দেখান।
রাহানে ৮২ টি টেস্ট ম্যাচ ও ৪ হাজার ৯৩১ রান রয়েছে তাঁর ঝুলিতে। সেই ব্যাটার রানে ফেরায় স্বাভাবিক ভাবেই খুশি ভারতীয় দল। রাহানে আরও বলেন, 'আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করি, তা নিয়েই ব্যাট করতে চাই। রঞ্জি ট্রফিতে খেলার সময় যেভাবে ব্যাটিং করেছিলাম তা দেখাতে চাই। আমি এখন টি-টোয়েন্টি বা টেস্ট ফরম্যাট নিয়ে ভাবতে চাই না। আমি এখন সবকিছুকেই সহজ ভাবে দেখতে চাই।'
রাহানে যখন জাতীয় দল থেকে বাদ পড়েন তখন পরিবার এবং বন্ধুরা তাঁকে খুবই সমর্থন করেন। আর তাই তিনি এখন তাদেরকে ধন্যবাদ জানাতে চান। এই প্রসঙ্গে জিঙ্কস বলেন, 'এটা সত্যি আমার কাছে একটা আবেগপূর্ণ মুহূর্ত। কারণ যে সময় আমি বাদ পড়ি, সেই সময় আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে ছিল। ভারতীয় দলের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। এছাড়াও ভারতীয় দলের খেলার জন্য আমি কঠোর পরিশ্রমও করি। তবে আবারও খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।