শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় ব্যাডমিন্টন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এইচ এস প্রনয়। পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গেলস বিভাগে তিনি প্রি কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিলেন।তবে এই পর্যায়েই তাঁকে হারতে হয় স্বদেশীয় শাটলার লক্ষ্য সেনের কাছে। লক্ষ্য আবার সেমিফাইনালে উঠলেও তিনি ব্রোঞ্জ মেডেলের ম্যাচে হেরে গিয়ে খালি হাতেই ফিরেছেন। ইতিমধ্যেই ভারতীয় শাটলাররা দেশে ফিরে এসেছেন।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
রবিবার লক্ষ্য আবার পাড়ি জমিয়েছেন অস্ট্রিয়া। সেখানে তাঁর শারীরিক সক্ষমতার বিশ্লেষণ হবে। আর এমন আবহেই ভারতীয় ব্যাডমিন্টনের সমর্থকদের জন্য এসেছে খারাপ খবর। চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছিলেন প্রনয়। এই রোগ সারলেও তা তাঁর শরীর এবং স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলেছে। আর সেই কারণেই তাঁর ডাক্তার এবং তাঁর টিমের সঙ্গে পরামর্শ করে আপাতত বেশ কয়েকটি আসন্ন টুর্নামেন্ট থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আরও পড়ুন-মহিলা টি২০ বিশ্বকাপ শুরুর আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল! জেনে নিন প্রতিপক্ষদের
আপাতত প্রনয়কে বিশ্রামূর পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর গোটা শরীর জুড়ে অসম্ভব যন্ত্রণা রয়েছে। মাথার পিছন থেকে কোমর পর্যন্ত অসহ্য ব্যথা রয়েছে। তাঁর পক্ষে এই অবস্থায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই সমস্যা হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে তাঁর টিম ডাক্তারদের সঙ্গে কথা বলেই ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত কয়েকদিন প্রনয়কে টানা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।প্রনয় তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। একটি ছবিও পোস্ট করেছেন।যেখানে তাঁর চিকিৎসা চলছে তা দেখা যাচ্ছে। তাঁর দুই পায়ের গোড়ালি অঞ্চলে টাইট করে স্ট্র্যাপ বাঁধা রয়েছে। তাঁর থেকে বড় বড় পাইপের মতন কিছু জিনিস বেরিয়ে রয়েছে।যা আবার তাঁর বিছানার পাশে রাখা একটি যন্ত্রে গিয়ে প্রবেশ করেছে।এই যন্ত্র দিয়েই তাঁর হাত,পায়ের পেশির যে ব্যথা তা কমানোর প্রক্রিয়া চলছে।
প্রনয় জানিয়েছেন এটা তাঁর কাছে খুব কঠিন একটা সময়। এই সময়ে সকলের সমর্থন চেয়েছেন তিনি। নিজের শরীর,স্বাস্থ্য নিয়ে শেষ কয়েক মাসে তিনি বেশ সমস্যায় ছিলেন। ঘটনাচক্রে প্যারিস গেমসেও তিনি প্যারিস গেমসে খেলতে গিয়েছিলেন সদ্য চিকুনগুনিয়া থেকে সেরে ওঠার পরে। তাঁর সারা গায়ে ব্যথা নিয়েই তিনি প্যারিসে নেমেছিলেন।ফলে কোর্টে তাঁর মুভমেন্ট ছিল খুব খুব স্লো।
আরও পড়ুন-অবশেষে বরফ গলল! গোয়েঙ্কা অফিসে গিয়ে কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের…আইপিএল ২০২৫-এর আগে কি বার্তা অধিনায়ককে?
প্রি কোয়ার্টার ফাইনালে তিনি লক্ষ্যর কাছে ২১-১২,২১-৬ ফলে হারেন। ওই ম্যাচ চলাকালীন প্রনয়কে দেখে অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছিল।ফলে সেইভাবে কোর্টে কোনরকম প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেননি। এরপর দেশে ফিরে এসে নিয়মিত ডাক্তারদের পর্যবেক্ষণে থাকলেও এখনও পর্যন্ত তাঁর সমস্যা রয়েই গিয়েছে।ফলে তিনি আসন্ন টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।