মোহনবাগানের প্রশাসনে কি আবার সৃঞ্জয় বসুকে দেখা যাবে? ১ বৈশাখ ময়দানে বারপুজোর দিনেই এমন গুঞ্জন শোনা গেল। যেন বছরের প্রথম দিনেই নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। গোটা ময়দানে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সৃঞ্জয় বলছেন, ‘আমি সারা বছরই সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখি, গ্যালারিতে বসে খেলা দেখি। নির্বাচনের জন্যই মাঠে নেমেছি, এমন ভাবার কোনও কারণ নেই।’
তবে যদি আবার ক্লাবের দায়িত্বে আসেন, তার জন্য পরিকল্পনা তৈরি করে দিয়েছেন তেমনটাই জানিয়েছেন সৃঞ্জয় বসু। তিনি বলেছেন, ‘ফুটবলের দায়িত্ব এখন সুপার জায়ান্টের। ফলে ক্রিকেট, হকি, টেনিসের মতো অন্যান্য খেলার দিকে মন দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। প্রাক্তন খেলোয়াড়দের জন্য অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের পরিবেশ উন্নতি করতে চাইব।’
আইএসএল কাপ জয়ের পর সঞ্জীব গোয়েঙ্কাকে সৃঞ্জয় বসুর বাবা তথা প্রাক্তন সচিব স্বপনসাধন ‘টুটু’ বসুর আবেগঘন বার্তা পাঠানোও কম তাৎপর্যপূর্ণ নয়। তবে দেবাশিস দত্তকে কোনও অভিনন্দন জানিয়েছেন এমন তথ্য সামনে আসেনি। যদিও পয়লা বৈশাখে সৃঞ্জয় ভবানীপুর ক্লাবে বারপুজোয় অংশ নেন, অনেকে মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরে তাঁকে মোহনবাগানেই বারপুজো করতে দেখা যেতে পারে। এর মধ্যেই নানা ইঙ্গিতে সৃঞ্জয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরাল হয়েছে। যেমন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনে মুখ্যমন্ত্রীর ঠিক পেছনে সৃঞ্জয়ের উপস্থিতি, কিংবা তাঁর সম্পাদিত দৈনিকে তৃণমূলের মুখপত্র পুনর্মুদ্রণ শুরু হওয়া— যা বর্তমান সচিব দেবাশিস দত্তের জন্য খুব একটা সুখকর বার্তা নয়।
আরও পড়ুন … '১৮'-র যোগে এবার IPL জিতবে RCB? প্রশ্ন শুনে বেঙ্গালুরু ফ্যানদেরই ট্রোল বিরাটের
আইএসএল ফাইনালের ঘটনাপ্রবাহও এই সম্ভাবনাকে জোরদার করেছে। ময়দানে বিস্ময় তৈরি করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফাইনালে আমন্ত্রণ জানানো হয়নি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তোলেন, কেন ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানান হয়নি? এমনকি তিনি নিজে ফোন করে দুঃখ প্রকাশও করেন। পরে দেবাশিস দত্তকে পাশে নিয়ে ক্লাব তাঁবুতে ছবি পোস্ট করে কুণাল লেখেন, ‘দেবাশিসবাবু এফএসডিএলের উপর চাপ সৃষ্টি করে দেরিতে আমন্ত্রণ জানান। যদিও এই বিলম্ব অনুচিত।’
আরও পড়ুন … ভিডিয়ো: পন্তের কাঁধে হাত রেখে ধোনি ও গোয়েঙ্কার আড্ডা! বাইশ গজে ফিরল পুরনো দিনের গল্প
মোহনবাগানের এক সূত্র বলেছে, সচিবের ‘ধারণা’ যে এফএসডিএল আমন্ত্রণ জানিয়েছে, তা উচ্চমহলে ভালোভাবে নেওয়া হয়নি। সূত্রের দাবি, ‘সচিব নিজে কেন ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানাননি? এমন ধারণা কেন করলেন?’ এই ঘটনার পর ক্লাবের অনেকেই মনে করছেন, নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফলাফল প্রায় স্পষ্ট।
আরও পড়ুন … ভীতুদের মতো ক্রিকেট খেলতে চাই না: লখনউয়ে দাঁড়িয়ে চিপকের পিচ নিয়ে বিস্ফোরক ধোনি
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড ভোটের দিন ঠিক করবেন। আপাতত চলছে সদস্যপদ নবায়নের কাজ। তবে ক্লাব ঘনিষ্ঠ অনেকের মতে, শেষ মুহূর্তে নাটকীয় মোড় না এলে, নবান্নের রেফারি ইতিমধ্যেই বাঁশি বাজিয়ে দিয়েছেন। শুধু স্কোর বোর্ডে ফলাফল লেখা বাকি রয়েছে। বারপুজোর দিনে এই জল্পনা যেন আরও তীব্র হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।