
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মঙ্গলবার রাতে বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে হয়েছে তুমুল লড়াই। তাতে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ৩০ মিনিটে পিছিয়ে যাওয়ার পর পরই দলকে খেলায় ফেরান ক্যানসেলো। বিরতির পর জয়সূচক গোল আসে ফেলিক্সের কাছ থেকে। গত দুই আসর গ্রুপ পর্ব পার হতে না পারা ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাবটি অবশেষে পা রাখল নকআউট রাউন্ডে। শুরুতে পিছিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফেরান জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। বার্সেলোনা ঘরের মাঠে নেমেছিল পোর্তোর বিরুদ্ধে। ৩০ মিনিটে পোর্তোকে এগিয়ে দেন পেপে। দু’মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় বার্সেলোনা। গোল করেন হোয়াও ক্যানসেলো। ৫৭ মিনিটে জয়সূচক গোল হোয়াও ফেলিক্সের। সান সিরোয় হেরে গিয়েছে এসি মিলান। ডর্টমুন্ডকে এগিয়ে দিয়েছিলেন মার্কো রিউস। মিলানের অলিভিয়ের জিহু পেনাল্টি নষ্ট করেন। প্রথমার্ধের শেষ দিকে স্যামুয়েল চুকুয়েজে সমতা ফেরালেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে জেমি বাইনো-গিটেন্স এবং করিম আদেয়েমির গোলে জিতে যায় ডর্টমুন্ড। এটাই চ্যাম্পিয়ন্স লিগে ‘গ্রুপ অফ ডেথ’। কোন দু’টি দল পরের রাউন্ডে যাবে তা এখনও নিশ্চিত নয়।
ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারতে বসেছিল প্যারিস সাঁ জাঁ। নিশ্চিত হার থেকে একদম অন্তিম মুহূর্তে দলকে উদ্ধার করেন কিলিয়ান এমবাপে। কোন রকমে এক পয়েন্ট পেয়েছে পিএসজি। ঘরের মাঠে অল্পের জন্যে হার বাঁচিয়েছে তারা। গোলকিপারের ভুলে নিউক্যাসলকে এগিয়ে দিয়েছিলেন আলেকাজান্ডার ইসাক। পিএসজি একের পর এক সুযোগ নষ্ট করেছে। সমতা ফেরাতে পারেনি। ঘরের মাঠে হারের লজ্জা থেকে বাঁচান কিলিয়ান এমবাপে। সংযুক্তি সময়ে বল নিউক্যাসলের টিনো লিভ্রামেন্টোর হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। বিরতির পর রেকর্ডময় গোলে দলকে খেলায় ফেরান আর্লিং হালান্ড। এরপর ফিল ফোডেন আর হুলিয়ান আলভারেজও গোল পেলে ঘরের মাঠে উৎসব করতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্য়ান সিটির এদিনের জয়ে নায়ক ছিলেন ফিল ফোডেন। একটি গোল করলেন, দু’টি গোল করালেন। দ্বিতীয়ার্ধে তাঁর পারফরম্যান্সই নজর কেড়ে নিল। গ্রুপে শীর্ষে থেকে সিটির পরের রাউন্ডে যাওয়া পাকা। ১৩ এবং ৩৩ মিনিটে লোইস ওপেন্ডার জোড়া গোলে ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে তারা। ফোডেন প্রথমে ৫৪ মিনিটে আর্লিং হালান্ডকে দিয়ে গোল করান। এর পর ৭০ মিনিটে নিজে গোল করেন। শেষ দিকে ফোডেনের পাস থেকে জয়সূচক গোল ইউলিয়ান আলভারেসের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports