মঙ্গলবার সন্ধ্যায় কি ভারতীয় ফুটবলের সূর্যোদয় হল? বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের ছবিটা দেখলে অত্যন্ত সেটাই মনে হবে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য পুরোপুরি ভরে যায় স্টেডিয়াম। সারাক্ষণ গমগম করছিল মাঠ। মনে হচ্ছিল, কুয়েত শুধু ১১ জনের বিরুদ্ধে খেলছে না, খেলছে ২৬,০১১ জনের বিরুদ্ধে। আর শেষপর্যন্ত কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে যখন সুনীল ছেত্রীরা সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেন, তখন তো মায়াবী পরিবেশ তৈরি হল কান্তিরাভায়। গ্যালারির ২৬,০০০ মানুষ তখন একইসুরে গেয়ে উঠলেন ‘বন্দে মাতরম’। তাতে গলা মেলান ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। সেই ‘বন্দে মাতরম’-র সুরে পুরো গমগম করতে থাকে স্টেডিয়াম। রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিজেকে চিমটি কেটে মনে হচ্ছিল, সত্যিই এটা হচ্ছে তো। হ্যাঁ, সেটা সত্যিই হচ্ছিল। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
আরও পড়ুন: India vs Kuwait SAFF Final: বাঁ-দিকে ঝাঁপিয়ে দুরন্ত পেনাল্টি সেভ গুরপ্রীতের, দেখুন ভারতের সাফ জয়ের মুহূর্ত
মঙ্গলবার কান্তিরাভায় সাডেন ডেথে গুরপ্রীত সিং সান্ধু পেনাল্টি সেভ করার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় তারকারা। নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারপর কান্তিরাভায় ‘ভিকট্রি ল্যাপ’ করেন সুনীল ছেত্রীরা। সেইসময় গ্যালারি থেকে ‘বন্দে মাতরম’-র ধ্বনি তোলা হয়। গাওয়া হয় ‘মা তুঝে সালাম’ গানও। গ্যালারিতে সম্ভবত এমন কেউ ছিলেন না যে ‘বন্দে মাতরম’-এ গলা মেলাননি।
আরও পড়ুন: SAFF Championships Final Live: পিছিয়ে গিয়েও ম্যাচে ফেরা, টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
তুমুল উন্মাদনার সঙ্গে গলা মেলাতে দেখা যায় ভারতীয় অধিনায়ক সুনীলকেও। রীতিমতো গমগম করতে থাকে কান্তিরাভা স্টেডিয়াম। গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলছেন, সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের মতো এই প্রথম অভ্যর্থনা পেল ভারতীয় ফুটবল দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।