কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মহমেডান স্পোর্টিংয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। আইএসএলে তারা অনিশ্চিত হয়ে পড়েছে। ইনভেস্টর নিয়ে সমস্যা। যার জেরে গভীর সঙ্কটে মহমেডান স্পোর্টিং। শেয়ার ট্রান্সফার নিয়ে ইনভেস্টরের সঙ্গে বিরোধ চরমে উঠেছে।
এর মাঝেই আবার মহমেডানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ই-মেল করেছে এফএসডিএল। জানতে চাওয়া হয়েছে, ইনভেস্টর না থাকলে ব্যাঙ্ক গ্যারান্টির কী হবে? আগামী ১১ এপ্রিলের মধ্যে অবস্থান স্পষ্ট না হলে আগামী মরশুমে আইএসএল থেকে মহমেডানকে ছেঁটে ফেলার কথাও পরিষ্কার ভাবে লেখা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন ইনভেস্টরের খোঁজে মহমেডান। আপাতত দু'টি সংস্থার সঙ্গে কথাও হয়েছে বলেও জানিয়েছেন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি। আর যদি এই দুই সংস্থার থেকে কোনও রকম ইতিবাচক ইঙ্গিত না আসে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে মহমেডান।
আরও পড়ুন: আল্ট্রাএজে স্পাইক, CSK অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ম্যাচেই ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক
শুক্রবার আবার ক্লাবের তরফ থেকে চিঠি দিয়ে পুরো বিষয়টি এফএসডিএল-কে জানানো হবে বলে জানিয়েছেন সাদা-কালো কর্তারা। তাঁরা তিন মাস সময় চাইবেন। আর এই তিন মাসের মধ্যেই ইনভেস্টর সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন আমিরুদ্দিন।
এদিকে মহমেডানের আগের ইনভেস্টর শ্রাচি গ্রুপ ইতিমধ্যেই এফএসডিএল-কে জানিয়ে দিয়েছে যে, যেহেতু মহমেডান কর্তারা শেয়ার হস্তান্তর করেনি, তাই তারা আর ফুটবলের দায়ভার নিচ্ছে না। শুধু তাই নয়, এফএসডিএল-কে করা সেই ইমেইলে ‘CC’-তে ছিল মহামেডান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও।
যদিও মহমেডান সভাপতি অন্য কথা বলছেন। আমিরুদ্দিনের দাবি, ‘ক্লাবের তরফ থেকে চুক্তি ই-মেল করে পাঠানো হলেও, কোনও জবাব পাওয়া যাচ্ছে না শ্রাচি গ্রুপের তরফ থেকে। আমরা এফএসডিএল-কে ই-মে করে জানাচ্ছি যে, আগামী তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করে দেব। দু'টি সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইতিবাচক কিছু না হলে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানাব।’
আরও পড়ুন: RR-এর বৈভব সূর্যবংশীর বন্ধু কি CSK-তে রুতুর বিকল্প হতে চলেছেন? শুরু বড় জল্পনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।