মোহনবাগানের জন্য উইকেন্ডটা যেন স্বপ্নের মতোই কাটছে। এমনিতেই সঞ্জীব গোয়েঙ্কা এত ভালো দল গড়ে দিয়েছে যে বাগান সমর্থকরা বহু বছর পর ধারাবাহিকভাবে আনন্দ করার সুযোগ পেয়েছেন। টানা তিন বছর আইএসএলের ফাইনালে উঠেছে বাগান। তার মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে আইএসএলের একটি করে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন শিবির। আর শুভাশিসের অধিনায়কত্বে এবারে আইএসএলে ডাবল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগনা।
শুভাশিস বোস যখন মোহনবাগানের অধিনায়ক হয়ে এসেছিলেন,তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন প্রীতম কোটালের থেকে। তাঁর আগে প্রীতমকেই মোহনবাগানের লাকি ক্যাপ্টেন মনে করা হত। তবে শুভাশিস যেন আরও লাকি, সেটা পরপর দুই মরশুমে বাগানের একাধিক শিরোপা জয়েই প্রমাণিত হয়ে গেল। এবার বাগান সমর্থকদের জন্য সুখবর দিলেন বাগানের অধিনায়ক।
বাবা হতে চলেছেন শুভাশিস বোস। মোহনবাগান অধিনায়ক খবরটা এতদিন কাউকে দিতে চাননি। কিন্তু মোহনবাগান দল আইএসএল ডাবল জেতার পরই সেই খবর প্রকাশ করে দিলেন জাতীয় দলের এই ডিফেন্ডার। এক ভিডিয়োতে শুভাশিস এবং তাঁর স্ত্রী বিষয়টির কথা জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁদের সংসারে আসছে জুনিয়র শুভাশিস। সেখানে দেখা গেল নিজের মেডেল স্ত্রী কস্তুরীকে পড়িয়ে দিলেন বাগান অধিনায়ক, এরপর স্নেহের চুম্বন দিলেন স্ত্রীকে।
দেখতে শুভাশিসকে যতটা শান্ত, হাসি খুশি। মাঠে কিন্তু শুভাশিস একদমই তা নয়। শনিবার ম্যাচের শেষের দিকে আর পারছিলেন না, একটু ক্লান্তি বোধ করছিলেন। বুঝেই মাস্টারস্ট্রোক দেন মোলিনা। নামিয়ে দেন দীপক টাংরিকে, পিছনে এসে খেলতে বলেন আশিক কুরুনিয়ানকে। তাতে বেঙ্গালুরুর ডানপ্রান্তিক আক্রমণও আটকে যায়। তবে যতক্ষণ তিনি মাঠে ছিলেন, প্রতিপক্ষ রায়ান উইলিয়ামসকে বারবার আটকানোর চেষ্টা করেছেন তিনি।
জাতীয় দলের এই ডিফেন্ডার ম্যাচের আগের দিনই বলেছিলেন গুরপ্রীত সান্ধুকে, যে শনিবার খেল দেখাবেন। মোহনবাগান সমর্থকদেরও প্রায় প্রত্যেক ট্রফির ফাইনাল বা গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বাগানের অধিনায়ক কিন্তু আশ্বাস বাণী দিয়ে থাকেন, আর কথাও রাখেন ভালো ফুটবল খেলে। এবারও তিনটি ট্রফির মধ্যে দুটিতে চ্যাম্পিয়ন এবং ডুরান্ডে রানার্স আপ বাগান। গতবার ডুরান্ড আর লিগ শিল্ড দুটি ট্রফি জেতে সবুজ মেরুন শিবির।
ফলে মোহনবাগান যে বহুদিন পর সাচ্চা এক অধিনায়ককে পেয়েছে যে সমর্থকদের আবেগ বোঝে। জার্সির ওজন বোঝে, আর ক্লাবের গুরুত্ব জানে, তা বলাই যায়। আর জুনিয়র শুভাশিস এলে তিনি কি মোহনবাগানেই খেলবেন? নাকি জুনিয়র কস্তুরী এলে তিনি মোহনবাগানেরই কোনও অধিনায়কের হোম মিনিস্টার হবেন? এর উত্তর সময়ই দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।