৬ জুন শেষবারের জন্য জাতীয় দলের জার্সিতে খেলতে নামবেন সুনীল ছেত্রী। সেই ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। ১৯ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি হবে। কুয়েতের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সেই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে রাজ্য থেকে তাঁর ভারতীয় ফুটবলে নজর কাড়া শুরু, সেই বাংলাতেই নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন ছেত্রী। নিজের বর্ণময় কেরিয়ারে জাতীয় দলে খেলার পাশাপাশি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলার নজির রয়েছে তাঁর। মোহনবাগান থেকে উঠে আসার পর ইস্টবেঙ্গলসহ বেশ কয়েকটি দলে খেলে ফের বাগানে ফিরেছিলেন। এরপর বেঙ্গালুরুর এফসিতেই রয়েছেন। সেখানে ক্লাব ফুটবল এখনও চালিয়ে যাবেন তিনি। তবে বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়,তাই সুনীলের বিদায়ী ম্যাচে তাঁকে সম্মান জানানোয় কোনও কার্পণ্য করতে চায় না আয়োজকরা।
৬ জুনের ম্যাচ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের, ফলে এই ম্যাচ নিয়ে সব সিদ্ধান্তই নেবে ফিফা। আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোল করা সুনীল যাতে যথা সম্ভব সম্মান পায়, সেই জন্য ফিফার কাছে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছে ম্যাচের আয়োজকরা। এক্ষেত্রে বঙ্গ ফুটবল সংস্থা যেহেতু লোকাল অর্গানাইজিং কমিটি, তাই তাঁরা সুনীলের শেষ ম্যাচের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন-‘মাথা উঁচু করেই মাঠ ছাড়ছি’, বলেও রিয়াল মাদ্রিদ নিয়ে জল্পনা বজায় রাখলেন এমবাপে
HT বাংলাকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘ এআইএফএফের কাছে আমরা আবেদন করব, সুনীলের শেষ ম্যাচের জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা নিয়ে। আমরা চাই সুনীলকে দিয়ে আগে থেকে সই করিয়ে রাখা বল, ম্যাচের পর সমর্থকদের দিতে। সেক্ষেত্রে সমর্থকরা সারাজীবন সেই বল স্মৃতি হিসেবে রাখতে পারবে। আর দ্বিতীয় বিষয় হল ম্যাচে আমরা সুনীলের মাস্ক বিলি করতে চাই, যাতে ফুল প্যাকড স্টেডিয়াম চারিদিকেই সুনীলে আচ্ছন্ন থাকে। আমরা এআইএফএফকে জানাচ্ছি পরিকল্পনার কথা, তাঁরা ফিফাকে জানাবে, কারণ এটা তো ফিফার ম্যাচ। অনুমতি পেলে খুব ভালোভাবে সুনীলকে বিদায় জানাতে পারব’।
আরও পড়ুন-'তুই আমার থেকে ভালো বোলার হবি', কার টোটকায় ব্যাটার থেকে অলরাউন্ডার হয়ে উঠলেন অভিষেক?
ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা স্ট্রাইকারদের মধ্যে গোলের নিরিখে সবার ওপরেই থাকবেন ছেত্রী। বর্তমান ফুটবলবিশ্বে রোনাল্ডো, মেসির পরই গোলের নিরিখে রয়েছেন ভারতের এই বর্ষিয়ান স্ট্রাইকার। তাঁর বিদায় স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই ম্যাচের টিকিটের হাহাকার শুরু হয়ে গেছে সমর্থকদের মধ্যে। সুনীল নিজেও চাইবেন রিটার্ন গিফট হিসেবে, জয় দিয়েই আন্তর্জাতিক কেরিয়ার শেষ করতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।