বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC 2022 Group G: ক্যামেরুনের কাছে হেরেও টপার ব্রাজিল,নকআউটে সুইৎজারল্যান্ডও
FIFA WC 2022 Group G: ক্যামেরুনের কাছে হেরেও টপার ব্রাজিল,নকআউটে সুইৎজারল্যান্ডও
4 মিনিটে পড়ুন Updated: 03 Dec 2022, 02:40 AM ISTTania Roy
গোটা ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছিলেন তিতের ছেলেরা। কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি। যার খেসারত ম্যাচ হেরে দিতে হল ব্রাজিলকে। তবে ব্রাজিলকে হারিয়েও ছিটকে যেতে হল ক্যামেরুনকে। ছিটকে গেল সার্বিয়াও। সুইৎজারল্যান্ড দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে গেল।
৩-১ এগিয়ে গেল সুইৎজারল্যান্ড।
বিশ্বকাপে আরও একটি অঘটন। এ বার গ্রুপের শেষ ম্যাচে হেরে বসে থাকল ব্রাজিল। আর্জেন্তিনা, স্পেন, পর্তুগালের মতো গ্রুপে একটি ম্যাচ হেরেই শেষ ষোলোয় যেতে হচ্ছে তাদের। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনও দলই তিনটি ম্যাচ জেতেনি।
এ দিকে শেষ ২৭ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। শুক্রবার রাতে ভেঙে গেল সেই নজির। ইনজুরি টাইমে ভিনসেন্ট আবুবাকারের একমাত্র গোলে হেরে যায় তিতের দল। যদিও এই ম্যাচ হারলেও, তারা গ্রুপ টপার হয়েই নকআউটে গেল। এ দিকে সুইৎজারল্যান্ড ৩-২ সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোতে গেল।
03 Dec 2022, 02:40 AM IST
জিতে নকআউটে সুইৎজারল্যান্ড
সার্বিয়াকে শেষ পর্যন্ত ৩-২ হারায় সুইৎজারল্যান্ড। সেই সঙ্গে তারা নকআউটে পৌঁছে যায়। ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে তারা নকআউটে গেল। তবে গোলপার্থক্যে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকার সুবাদে গ্রুপ জি-র দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে গেল সুইৎজারল্যান্ড।
03 Dec 2022, 02:37 AM IST
জিতল ক্যামেরুন
দুরন্ত জয় ছিনিয়ে নিল ক্যামেরুন। ইনজুরি টাইমে আবুবাকারের একমাত্র গোলেই ১-০ ব্রাজিলকে হারাল তারা। তবে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে সুইৎজারল্যান্ড জিতে যাওয়ায়, তারা নকআউটে উঠতে পারল না। গোটা ম্যাচে দুরন্ত খেলেও গোলের মুখ খুলতে না পারার খেসারত দিতে হল ব্রাজিলকে। এ বার বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনও দলই তিনটি ম্যাচ জিতেছে বা অপরাজিত রয়েছে, এমনটা হয়নি। কোনও না কোনও ম্যাচেই হেরেছে সব দলই।
03 Dec 2022, 02:27 AM IST
গোওওওওওললললল- এগিয়ে গেল ক্যামেরুন
দুরন্ত ছন্দে এগিয়ে গেল ক্যামেরুন। ক্যামেরুনের হয়ে হেড করে গোল করেন আবুবাকার। সুন্দর বল ইন এবং আবুবকরের দুর্দান্ত প্রচেষ্টা। জার্সি খুলে সেলিব্রেট করতে গিয়ে দ্বিতীয় হলুদকার্ড দেখেন আবুবাকার। লালকার্ড হয়ে যাওয়ায় মাঠের বাইরে বের হয়ে যেতে হয় তাঁকে।
03 Dec 2022, 02:03 AM IST
ব্রাজিল গোলের মুখ খুলতে পারছে না
৭০ মিনিট: ব্রাজিল কিন্তু দুরন্ত খেলছে। কিন্তু কোথায় গোল! নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ উঠছে। ওয়াল খেলছে। কিন্তু গোলের দেখা নেই। ক্যামেরুনের লড়াইয়ের কাছেই যেন আটকে গেল ব্রাজিল। গোলের মুখ তারা খুলতে পারছে না। দুরন্ত লড়াই করছে ক্যামেরুনের ডিফেন্ডাররা।
03 Dec 2022, 01:51 AM IST
ক্যামেরুন কিপারের দুরন্ত গোল
৫৮ মিনিট: ক্যামেরুনের কিপার মার্টিনেলির দুরন্ত কিপিং। পরপর দু'টি দুরন্ত সেভ করলেন তিনি। ব্রাজিল আক্রমণের ঝড় তুললেও, গোলের মুখ খুলতে পারছে না। ক্যামেরুনের বুটের জঙ্গলে আটকে যাচ্ছে তারা। সেই সঙ্গে ক্যামেরুন কিপারও দুরন্ত ছন্দে গোল বাঁচিয়ে চলেছেন।
দুই ম্যাচের বিরতির পর শুরু হয়ে গিয়েছে। গ্রুপ জি-র দুই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ব্রাজিল কি পারবে গোলের মুখ খুলতে?
03 Dec 2022, 01:25 AM IST
বিরতিতে ২-২ সার্বিয়া এবং সুইজারল্যান্ড ম্যাচের ফল
সার্বিয়া-সুইৎজারল্যান্ড ম্যাচ জমে গিয়েছে। প্রথমার্ধেই ৪ গোল হয়ে গিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা চরমে। বিরতিতে এই ম্যাচে ফল ২-২।
03 Dec 2022, 01:21 AM IST
বিরতিতে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ গোলশূন্য
গোলের জন্য লড়াই করছে ব্রাজিল। চাপ রেখেছে তারা। কার্যকরী ফুটবল খেলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি তারা। খেলার ফল গোলশূন্য।
03 Dec 2022, 01:19 AM IST
গোওওওওওললললল- সমতা ফেরাল সুইৎজারল্যান্ড
কী দুরন্ত ফুটবল সার্বিয়া-সুইৎজারল্যান্ডের। কোনও দলই কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে ব্রেল এম্বোলো সুইৎজারল্যান্ডের হয়ে সমতা ফেরাল।
03 Dec 2022, 01:12 AM IST
ব্রাজিল আক্রমণ করছে
৩৫ মিনিট গড়িয়ে গিয়েছে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে। ব্রাজিল চাপে রেখেছে। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা। ব্রাজিলের একটি গোলের জন্য অবশ্য মুখিয়ে থাকবে সার্বিয়াও।
03 Dec 2022, 01:10 AM IST
গোওওওওওললললল- ২-১ করল সার্বিয়া
৩৫ মিনিট: দুরন্ত ম্যাচ হচ্ছে সার্বিয়া-সুইজারল্যান্ডের মধ্যে। টানটান উত্তেজনার ম্যাচ। ২০ থেকে ৩৫- এই ১৫ মিনিটের মধ্যে তিন গোল হয়ে গেল। ডুসান ভ্লাহোভিচের গোলে ২-১ করল সার্বিয়া।
03 Dec 2022, 01:05 AM IST
গোওওওওওলললললল- সমতা ফেরাল সার্বিয়া
২৬ মিনিট: গোল খাওয়ার ছয় মিনিটের মধ্যে সমতা ফেরাল সার্বিয়া। মিত্রোভিচের দুরন্ত হেডারে ১-১ করে সার্বিয়া। এই গোলটি ক্যামেরুনকে সুবিধে করে দিল। যদিও ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুন এখনও লক্ষ্যে একটিও শট নিতে পারেনি।
03 Dec 2022, 12:58 AM IST
গোওওওওওলললললল- এগিয়ে গেল সুইৎজারল্যান্ড
২০ মিনিট: সার্বিয়ার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডকে এগিয়ে দিলেন শাকিরি।
03 Dec 2022, 12:46 AM IST
১০ মিনিটে উল্লেখযোগ্য কিছু ঘটেনি
ব্রাজিল-ক্যামেরুন ম্যাচেও কিছুই ঘটেনি। এমন কী সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচেও উল্লেখযোগ্য কিছু ঘটেনি।
ক্যামেরুনের ডিফেন্স কিন্তু বেশ শক্তিশালী। ব্রাজিল চাপ তৈরি করছে। তবে গোলের মুখ খোলা সোজা হবে না।
03 Dec 2022, 12:43 AM IST
দু'টি খেলাই শুরু
কোনও দলই এখনও পর্যন্ত গ্রুপ লিগের তিন ম্যাচে জয় পায়নি। ব্রাজিল কি পারবে? বাকি তিন দলের কারা যাবে ব্রাজিলের সঙ্গে নকআউটে?
02 Dec 2022, 11:49 PM IST
পেলেকে নিয়ে চিন্তায় ব্রাজিল শিবির
অনুরাগীদের মতো একই অবস্থা ব্রাজিল কোচ তিতে এবং ফুটবলারদের। পেলের শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরাও ওয়াকিবহাল। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে নেইমারদের হেডস্যার বলেছেন, ‘পেলে অসুস্থ। হাসপাতালে ভর্তি। স্বাভাবিক ভাবেই প্রত্যেকে উদ্বেগে রয়েছি। ফুটবলসম্রাটের দ্রুত আরোগ্য কামনা করছে প্রত্যেকেই।’
পরপর ২ ম্যাচ জিতে ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছে। যে কারণে পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট সঙ্গত। তবে ক্যামেরুন ম্যাচের আগে হাজারো চিন্তা তিতের। চোটে ভুগছেন নেইমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। সেই সঙ্গে যোগ হয়েছে ফ্লু। মোট সাত জন ভুগছেন। সব মিলিয়ে রক্ষণ থেকে মাঝমাঠ বা গোলরক্ষক থেকে আক্রমণ সর্বত্রই বদলের সম্ভাবনা।
02 Dec 2022, 11:49 PM IST
বাকি তিন দলের অঙ্ক
সুইৎজারল্যান্ড- সার্বিয়ার বিপক্ষে যে কোনও ব্যবধানে জয় সুইৎজারল্যান্ডকে নকআউট পর্বে পৌঁছে দেবে। সুইৎজারল্যান্ড যদি সার্বিয়ার সঙ্গে ড্র করে এবং ব্রাজিল ক্যামেরুনকে হারিয়ে দেয়, অথবা ড্র করে, সে ক্ষেত্রে তারা সরাসরি কোয়ালিফাই করবে। আর যদি ক্যামেরুন ব্রাজিলকে হারিয়ে দেয়, তখন সুইৎজারল্যান্ড ও ক্যামেরুনের মধ্যে গোল ব্যবধান হিসেব করে গ্রুপ রানার্সআপ নির্ধারণ করা হবে।
ক্যামেরুন- ব্রাজিলের বিপক্ষে জয় ছাড়া গতি নেই ক্যামেরুনের। শুধু জেতাটাই যথেষ্ট নয়। অন্য ম্যাচে সুইৎজারল্যান্ডকে হারাতে হবে সার্বিয়াকে। ক্যামেরুন ব্রাজিলকে হারালে এবং সার্বিয়া যদি সুইৎজারল্যান্ডকে হারায়, তখন সার্বিয়া ও ক্যামেরুনের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে নকআউট পর্বে যাবে। আবার সার্বিয়া-সুইৎজারল্যান্ড ম্যাচ ড্র হলে, দ্বিতীয় স্থান নির্ধারিত হবে সুইৎজারল্যান্ড-ক্যামেরুনের মধ্যে গোল ব্যবধান হিসেব করে। সুইৎজারল্যান্ড জিতলে ক্যামেরুন ছিটকে যাবে।
সার্বিয়া- অনেকটা ক্যামেরুনের মতোই সার্বিয়ার সমীকরণ। সুইৎজারল্যান্ডের বিপক্ষে তাদের জয় প্রয়োজন। সঙ্গে প্রার্থনা করতে হবে ক্যামেরুন যেন ব্রাজিলের বিপক্ষে না জেতে। তবে ক্যামেরুন জিতে গেলে সার্বিয়াকে গোল ব্যবধান হিসেব করতে হবে।
02 Dec 2022, 11:49 PM IST
ব্রাজিলের হাল
টানা দুই জয়ে নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। শুক্রবার ক্যামেরুনের সঙ্গে কেবল ড্র করলেই গ্রুপ টপার হয়ে শেষ ষোলোতে যাবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। জি গ্রুপের বাকি তিন দল সুইজারল্যান্ড, ক্যামেরুন এবং সার্বিয়ার মধ্য থেকে বাকি একটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে।
ব্রাজিল ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। গোল পার্থক্য +৩। ক্যামেরুনের কাছে শেষ ম্যাচে হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল। যদি অন্য ম্যাচে সুইৎজারল্যান্ড হেরে যায়। অথবা সুইৎজারল্যান্ড জিতলেও তাদের গোল ব্যবধান ব্রাজিলের চেয়ে কম হয়।