৪৫ মিনিটের খেলা শেষ। ৫ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন খেলার ফল ১-১।
31 Aug 2023, 06:42 PM IST
গোলললললল
জেসন কামিন্সের গোলে সমতায় ফিরল মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করলেন জেসন কামিন্স।
31 Aug 2023, 06:40 PM IST
পেনাল্টি পেল মোহনবাগান
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি অর্জন করল মোহনবাগান। আশিক কুরুনিয়ানকে ফাউল করা এবং এই পেনাল্টি নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
31 Aug 2023, 06:39 PM IST
অল্পের জন্য রক্ষা পেল
ম্যাচের ৩৭ মিনিটে আবারও গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল গোয়া। অল্পের জন্য রক্ষা পেল মোহনবাগান।
31 Aug 2023, 06:29 PM IST
২৫ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:১
নোহার গোলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এফসি গোয়া। ম্যাচের ২৩ মিনিট পাস দিতে গিয়ে ভুল করেন হুগো বৌমাস। সেই বল ধরে দারুণ ফিনিশ করেন এফসি গোয়ার নোহা। এরফলে ১-০ এগিয়ে রয়েছে এফসি গোয়া।
ম্যাচের ১৬ মিনিট ও ১৭ মিনিটে আক্রমণের ঝড় তুলল মোহনবাগান। জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোস গোয়ার গোলের মুখ প্রায় খুলেই দিয়েছিলেন।
31 Aug 2023, 06:15 PM IST
১৩ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
ম্যাচের ১৩ মিনিটে দারুণ একটা আক্রমণ করেছে মোহনবাগান। গোয়ার বক্সে ঢুকে পড়েছিলেন জেসন কামিন্সরা। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা।
31 Aug 2023, 06:13 PM IST
১০ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
এখনও পর্যন্ত সেভাবে কোনও দলই সুযোগ করতে পারেনি। তবে বারবার মোহনবাগান বক্সে ঢুকে পড়ছে গোয়ার ফুটবলাররা। মাঝমাঠেও রাশ এফসি গোয়ার পায়ে রয়েছে। মোহনবাগান এখনও সেভাবে খেলায় দানা বাঁধতে পারেনি।
31 Aug 2023, 06:06 PM IST
৫ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
পাঁচ মিনিটের খেলায় এখনও কোনও দলই গোল করতে পারল না। তবে এই মুহূর্তে বেশ কিছু আক্রমণ করার চেষ্টা করেছিল গোয়া। তবে মোহনবাগান খুব স্লো খেলা শুরু করে। বোঝাই যাচ্ছে তারা খেলাটা ধরার চেষ্টা করছে।
31 Aug 2023, 06:02 PM IST
শুরু সেমির লড়াই
মোহনবাগান সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নেমেছে এবং এফসি গোয়া সাদা জার্সি গায়ে মাঠে নেমেছে।
31 Aug 2023, 06:00 PM IST
দুই দলই মাঠে নেমেছে
৪-২-৩-১ ছকে নামছে এফসি গোয়া। মুম্বই সিটি এফসিকে হারিয়ে মোহনবাগান বেশ আত্মবিশ্বাসে রয়েছে। দেখার এফসি গোয়ার বিরুদ্ধে তারা কী করে?
31 Aug 2023, 05:42 PM IST
দেখে নিন মোহনবাগানের একাদশ
একাদশে ফিরেছেন দিমিত্রি পেত্রাতোস ও আশিস রাই। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালেন টিকিট পেতে চাইবে মোহনবাগান।
31 Aug 2023, 05:40 PM IST
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ইতিমধ্যে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সেই লক্ষ্যেই আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে। আর এই সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে