শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন হয়েছে বিশ্ব ফুটবলের পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তার পরিবার হারিয়েছেন তাদের সদ্যোজাত পুত্র সন্তানকে। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ গোটা পরিবার। ঠিক এই কারণেই তার পরবর্তীতে হাই ভোল্টেজ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেই ম্যাচের সাত মিনিটের মাথায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার বান্ধবী জর্জিনিয়া রড্রিগেজের সদ্যোজাত সন্তানের মৃত্যতে শোক জানিয়ে এক মিনিট সমবেত হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছিল মাঠে উপস্থিত লিভারপুল এবং ইউনাইটেড সদস্য সমর্থকরা। প্রিয় তারকার পাশে থাকার অঙ্গীকার করেছিল সেদিন অ্যানফিল্ডে উপস্থিত সকল লিভারপুল ও ইউনাইটেডের সমর্থক। ঘটনাটির সঙ্গে যুক্ত আবেগ নড়িয়ে দিয়েছে রোনাল্ডোকেও। দুই দলের সমর্থকদের বিশেষ করে লিভারপুল সমর্থকদের তিনি অশেষ ভালবাসা এবং ধন্যবাদ জানাতে ভোলেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।