
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং মোনাকো। নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল বার্সাদের। এদিন ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় মোনাকো এফসি। শুরু থেকেই নিজেদের ঘরের মাঠে অ্যাডভ্যান্টেজ নেওয়ার চেষ্টায় ছিল তারা। তবে খেলার ১০ মিনিটে এরিক গার্সিয়া লালা কার্ড দেখায় পুরো ম্যাচ ১০ জনে খেলতে হয় বার্সেলোনাকে। ১৬ মিনিটে নিজেদের প্রথম গোল করে লিড পায় মোনাকো। ২৮ মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন লামিন ইয়ামাল। তবে তা বার্সেলোনার হার আটকানোর জন্য যথেষ্ট ছিল না। ৭১ মিনিটে দ্বিতীয় গোলটি করে ম্যাচে জয় পায় মোনাকো।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল বেয়ার লেভারকুসেন এবং ফেয়েরনুর্ড এফসি। লেভারকুসেন গতবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছিল। এদিন বেয়ারের হয়ে নিজের প্রথম ম্যাচ খেললেন ফ্লোরিয়ান উইর্টজ। তাঁর জোড়া গোলের সুবাদে ম্যাচে ৪-০ ব্যবধানে জয় লাভ করে বেয়ার লেভারকুসেন। গোল পার্থক্যের নিরিখে বর্তমানে তারা লিগ টেবিলের ৩ নম্বর স্থানে অবস্থান করছে। এছাড়াও এদিন অপর আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং আটলান্টা। নির্ধারিত সময়ের পর ম্যাচ গোলশূন্য ড্র হয়, যদিও ম্যাচে জয়লাভের সুযোগ ছিল আর্সেনালের কাছে। পেনাল্টি বাঁচিয়ে নিজেদের হার বাঁচায় আটলান্টার গোলকিপার।
অন্যদিকে এদিনই খেলা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। মুখোমুখি হয়েছিল আরবি লিপজিগের। ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় অ্যাটলেটিকো। গোল পান তারকা ফুটবলার গ্রিজমেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের অন্য আরেকটি ম্যাচে ২-১ গোলে জয় পায় বেনফিকা। প্রসঙ্গত, এবছর পরিবর্তন এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। আগের মতো গ্ৰুপ স্টেজ পদ্ধতির পরিবর্তন ঘটেছে। এবছর একটাই ৩৬ দলের লিগ টেবিল গঠন করা হয়েছে, যেখানে প্রতিটি দলকে ৮টি দলের বিপক্ষে জানুয়ারি ২০২৫ পর্যন্ত একটি করে ম্যাচ খেলতে হবে। এরপর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী নক আউট স্টেজে পৌঁছে যাবে দলগুলি। এবছর চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট যথেষ্ট জটিল একটি টুর্নামেন্ট বলে মনে করছেন ফুটবল সমর্থকরা। উল্লেখ্য, গতবছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয় সর্বাধিক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দখলের রেকর্ড তাদেরই আছে। এবছরও বেশ ভালোই শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports