ইরাকের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে গেছিল আর্জেন্তিনা। স্বাভাবিকভাবেই তাঁরা এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল। বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের শেষ লগ্নে সেই গোল শোধ করে দেয় ইয়াকের অধিনায়ক আয়েম হোসেন। লেমন ব্রেক থেকে ফিরেই ইরাকের ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্তিনা।
লুসিয়ানো গুনদৌ হেড করে আর্জেন্তিনাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড এনে দেন। এর কিছুক্ষণ পরই আসে তৃতীয় গোল। এক্ষেত্রে এজেকুয়েল ফার্নান্দেজকে বল বাড়ান কেভিন জেনন। গোল করতে কোনও ভুল করেননি এজেকুয়েল। ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্তিনা। পরের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবেন ওটামেন্ডিরা। সেই ম্যাচেও পয়েন্ট পেতে হবে নীল সাদা জার্সিধারীদের। যদিও ইউক্রেন সুবিধা করে দিয়েছে আর্জেন্তিনাকে। কারণ গত ম্যাচে মেসির দল যাদের বিরুদ্ধে হেরেছিল, সেই মরক্কোকে হারিয়ে দিয়েছে ইউক্রেন।
ডোমিনিক রিপাবলিকের বিরুদ্ধে জয় পায় স্পেন। সেই জয়ের সঙ্গে সঙ্গেই শেষ আট নিশ্চিত হয়ে যায় ইউরো চ্যাম্পিয়নদের। ৩-১ গোলে জিতল তাঁরা। ফেরমিন লোপেজ স্পেনকে এগিয়ে দিলেও সেই গোল পরিশোধ করে দেন ডোমিনিক রিপাবলিকের অ্যাঞ্জেল মন্তেস দে ওকা। দ্বিতীয়ার্ধে অ্যালেক্স বেইনার শট ডিফ্লেক্ট করে গোলে ঢুকতেই লিড পায় স্পেন। এরপর দলের শেষ গোলটি করেন মিগুয়েল গুইতারেজ।
এদিকে নিজেদের দেশের মাঠে গিনির বিপক্ষে ১-০ গোলে জিতল থিয়েরি হেনরি অঁরির ফ্রানস্। ৭৫ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি করেন কিলিয়ান সিদিলিয়া। মালিকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক্সের কোয়ার্টারে গেল জাপানও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।