বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কলকাতা লিগ এ বার থেকে বিদেশিহীন, I-League-এর দ্বিতীয় ডিভিশনেও খেলানো যাবে না বিদেশি প্লেয়ার
পরবর্তী খবর
কলকাতা লিগ এ বার থেকে বিদেশিহীন, I-League-এর দ্বিতীয় ডিভিশনেও খেলানো যাবে না বিদেশি প্লেয়ার
2 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2023, 10:00 AM ISTTania Roy
এ বার থেকে কলকাতা লিগ এবং গোয়ার প্রো লিগে খেলানো যাবে না বিদেশি ফুটবলার। এই দু'টি রাজ্যের লিগ ভারতীয় ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে এই দুই রাজ্যের ফুটবল লিগ বিদেশিহীন করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। শুধু দুই রাজ্যের লিগ নয়, আই লিগের দ্বিতীয় ডিভিশনও বিদেশিহীন হতে চলেছে।
কল্যাণ চৌবে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভারতীয় ফুটবলারদের গুরুত্ব এবং সাপ্লাই লাইন বাড়াতে এ বার থেকে কলকাতা লিগ এবং গোয়ার প্রো লিগে খেলানো যাবে না বিদেশি ফুটবলার। এই দু'টি রাজ্যের লিগ ভারতীয় ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে এই দুই রাজ্যের ফুটবল লিগ বিদেশিহীন করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ।
শুধু দুই রাজ্যের লিগ নয়, আই লিগের দ্বিতীয় ডিভিশনও বিদেশিহীন হতে চলেছে। পিটিআই-এর খবরানুযায়ী এমনই ঘোষণা করেছেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মূলত ভারতীয় ফুটবলারদের গুরুত্ব বাড়াতেই এই সিদ্ধান্ত কল্যাণের।
এতে আখেরে ছোট দলগুলি লাভবান হবে। বিশেষ করে কলকাতা লিগের ক্ষেত্রে যে সমস্ত টিমগুলি লড়াই করে প্রিমিয়ার ডিভিশন খেলে, তাদের হাল খুবই খারাপ। নুন আনতে পান্তা ফুরায় দশা। অনেক ক্লাব বিদেশির কোটাও পূরণ করতে পারে না। বড় দলগুলো ভালো বিদেশি নামিয়ে বাড়তি সুযোগ পেয়ে যায়। যে কারণে ছোট ক্লাবগুলির জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তবে এই নিয়ম নতুন মরশুম থেকেই কার্যকর হবে কিনা, সেই সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। তবে এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আখেরে ফলপ্রসূই হতে চলেছে বলে মনে করছে ভারতীয় ফুটবল মহল।
এর আগে কল্যাণ আইএসএলের অবনমন নিয়ে তৎপর হন। শুধু দলের অবনমন নয়। আইলিগ জয়ী দলকে আইএসএল খেলার সুযোগ দিতে হবে। ২০১৪ সালে শুরু হয়েছিল আইএসএল। এত দিন পর্যন্ত দলগুলি লড়াই করেছে শুধু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। অবনমন বাঁচানোর চিন্তা করতে হয়নি তাদের। আগামী মরশুম থেকে সেই চিন্তাও করতে হবে। আইএসএলকেই ভারতের এক নম্বর লিগের স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। যেমন এ বার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সেই সুযোগ পাবে মুম্বই সিটি এফসি।
আটটি দলকে নিয়ে শুরু হয়েছিল আইএসএল। দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১টি। তবু কোনও দল আই লিগ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএসএল খেলার সুযোগ পেত না এত দিন। আবার আইএসএলের শেষ দলকে নেমে যেতে হত না আই লিগে। আগামী মরসুম থেকে আর তেমন হবে না। লিগের পয়েন্ট তালিকায় শেষ স্থানে থাকলে পরের মরশুমে খেলতে হবে আই লিগ। অন্য দিকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পাবে আইএসএল। যেমন এ বার আই লিগ জয়ী রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি আগামী মরশুমে সরাসরি আইএসএল খেলার সুযোগ পাবে। যদিও তাদের আর্থিক শর্ত পূরণ করতে হবে। আর এই বিষয়টিতে রয়ে গিয়েছে জটিলতা। এই শর্ত অনুযায়ী, পুরো টাকা না দিতে পারলে আই লিগ চ্যাম্পিয়ন হলেও আইএসএলের দরজা নাও খুলতে পারে। উদ্বেগের এই জায়গাটির সমাধান চান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সে জন্যই তাঁর নির্দেশ, কী ভাবে ওপেন লিগ হবে, তা নিয়ে আলোচনা করুক সংশ্লিষ্ট পক্ষগুলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।