২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তান ফুটবল দলের ভারতে আসা কিছুটা পিছিয়ে গেল। যার জেরে টুর্নামেন্টের প্রথম দিনই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অশঙ্কা তৈরি হয়েছে।
২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ৪ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে। প্রথম দিনই রয়েছে দু'টি ম্যাচ। সেই দিন ভারতীয় সময়ে সন্ধ্যে সাড়ে সাতটায় পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। আর সাড়ে তিনটে থেকে কুয়েত এবং নেপালের মধ্যে ম্যাচ ছিল।
পাকিস্তান ফুটবল দলের মরিশাস থেকে মুম্বই হয়ে রবিবার ১১.২০-তে বেঙ্গালুরুতে নামার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরেও, টিমের কারও কারও ভিসা সমস্যা না মেটায় পিছিয়ে গিয়েছে পাকিস্তান টিমের ভারতে আসার সময়। রবিবার মরিশাস থেকে সকাল সাড়ে ১১টায় বিমানে ওঠার কথা ছিল পাকিস্তান টিমের। সেটা উঠতে বারণ করা হয়েছে।
কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসএফএ) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজ নাইন স্পোর্টসকে বলেছেন, ‘পাকিস্তান টিমের মধ্যে কারও কারও এখনও ভিসা সমস্যা রয়েছে। তাই, তাদের নির্ধারিত ফ্লাইটে না ওঠার জন্য বারণ করা হয়েছে।’
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাদের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান একটি চার-দেশীয় টুর্নামেন্টে অংশ নিয়ে মরিশাসে গিয়েছিল। যে টুর্নামেন্টে মরিশাস, কেনিয়া এবং জিবুতি অংশ নিয়েছিল। শনিবার জিবুতির কাছে ১-৩ ব্যবধানে হেরে যায় পাকিস্তান।
আরও পড়ুন: Intercontinental Cup: বল জালে রাখাটাই আসল কাজ- ফাইনালের আগে গোল মিস নিয়ে চিন্তায় স্টিম্যাচ
এ দিকে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ-তে নেপাল এবং কুয়েতের সঙ্গে ভারত ও পাকিস্তান রয়েছে। আর বি গ্রুপে রয়েছে লেবানন, মলদ্বীপ ভুটান এবং বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আর সেমিতে যারা জিতবে, তারা ফাইনালে খেলবে।
কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের সেই কর্মকর্তা যোগ করেছেন, ‘বিলম্ব হচ্ছে পাকিস্তানের তরফে। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই। মন্ত্রক এআইএফএফ-কে জানিয়েছে যে, ওদের ভিসার আবেদনের কাজ চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কয়েক দিন সময় লাগতে পারে। পাকিস্তানকে ওদের ভারতে ভ্রমণের জন্য এনওসি দিতে হবে, যার পরে এমইএ তাদের কাগজপত্র যাচাই করবে এবং ভিসা দেবে।’
প্রতিবেদনে বলা হয়েছে যে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) তাদের বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে এনওসি পেয়েছে এবং সেই অনুযায়ী ভারতীয় দূতাবাসের কাছে পাকিস্তান দূতাবাস থেকে এনওসি-র একটি কনফার্মেশন চিঠি চেয়ে ভিসার জন্য আবেদন করেছে।
ভারতের আসার ক্ষেত্রে পাকিস্তানের বিলম্ব হলেও, বাকি অংশগ্রহণকারী দেশগুলি কোনও ঝামেলা ছাড়াই চেক-ইন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এবং নেপাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কুয়েত রবিবার রাতে এবং ভুটান সোমবার সকালে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ফেরান্দোর চাপ বাড়াতেই কি মোহনবাগানে টিডি হয়ে আসছেন হাবাস?
কেএসএফএ আধিকারিকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। পাকিস্তান দেরীতে এলে পুরো বিষয়টি জটিল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। পাশাপাশি পাকিস্তানের জন্য স্থানীয় স্তরে নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন করতে হবে।
কেএসএফএ-র কর্মকর্তা বলেছেন, ‘আমরা আশা করি, আগামী কালের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে এবং সন্ধ্যার মধ্যে পাকিস্তান চলে আসতে পারবে। ওরা আট ঘন্টার ফ্লাইটে মরিশাস থেকে মুম্বই হয়ে বেঙ্গালুরুতে আসবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।