অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত ৪৪ রান তাঁর দলকে এজবাস্টনে প্রথম টেস্ট জয় এনে দিতে সাহায্য করেছে। এবং দলকে জিতিয়ে বাবারে জড়িয়ে ধরেন কামিন্স। সঙ্গে আবেগে ভেসে যান অজি অধিনায়ক।
জয়ের জন্য ২৮১ রানের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার ৮ উইকেট যখন পড়ে গিয়েছি, তখন জেতার জন্য ৫১ রান প্রয়োজন। তাদের আট উইকেট পড়ে গিয়েছিল। হাতে ছিল আর মাত্র দু'টি উইকেট। এই পরিস্থিতি থেকে অজিদের জিতিয়ে মাঠ ছাড়েন কামিন্স।
মার্চ মাসে কামিন্সকে ভারত সফরের মাঝ পথে দেশে ফিরে যেতে হয়েছিল। কারণ তাঁর মা স্তন ক্যান্সারের কারণে সেই সময়ে মারা গিয়েছিলেন। মায়ের শেষ সময়ে কামিন্স তাঁর পাশে থাকার জন্য দেশে ফিরে গিয়েছিলেন।
আরও পড়ুন: পছন্দের জায়গায় খেলতে দিতে হবে, পাকিস্তানের আব্দার মানছে না ICC এবং BCCI- রিপোর্ট
প্যাট কামিন্সের পরিবার সব সময়েই গোটা বিশ্ব জুড়ে ছেলের খেলা দেখার জন্য ঘুরে বেড়ায়। মঙ্গলবার এজবাস্টনে ইংল্যান্ডকে হারানোর পরে, অস্ট্রেলিয়ান অধিনায়ক ব্যাখ্যা করছিলেন, তিনি কতটা ভাগ্যবান! কারণ মা না থাকলেও, কামিন্সের বাবা এবং ভাই তাঁর খেলা দেখার জন্য এজবাস্টনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ল্যাবুশানকে সরিয়ে Test Ranking-এ শীর্ষে জো রুট, দুইয়ে কেন উইলিয়ামসন, রোহিতদের যন্ত্রণা বাড়িয়ে এক নম্বর বোলার অশ্বিনই
কামিন্স বলেন, ‘এটি সত্যিই বিশেষ ছিল আমার কাছে। বাবা সারা সপ্তাহ এখানে আছেন এবং আমি ওঁকে এখানে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। কয়েক মাস আগে কঠিন সময় পার হয়েছি। আমার ভাইও সারা সপ্তাহ এখানে রয়েছেন। বাবা ২০১৯ সালেও মায়ের সঙ্গে এখানে উপস্থি ছিলেন। ওঁর এখানে থাকাটা সত্যিই বিশেষ ছিল।’
কামিন্স জানিয়েছেন, বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনের শেষে কী ভাবে তিনি এবং তাঁর বাবা ভিলা পার্কে মিউজিশিয়ান ব্রুস স্প্রিংস্টিনের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। কামিন্স বলেছেন, ‘বাবা এখানে ২০১৯ সালে মায়ের সঙ্গে ছিলেন। তাই ওঁর এখানে থাকাচা সত্যিই বিশেষ ছিল। প্রথম রাতেও আমি বাবার সঙ্গে ব্রুস স্প্রিংস্টিনকে (ভিলা পার্কে) দেখতে গিয়েছিলাম। আমি প্রথম ২০ মিনিট মিস করেছি, কিন্তু তিনি শো-কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেটা তিনি সব সময়ে করেন, দ্য বস।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।